বাংলাদেশের বিশ্বকাপ মিশন শুরু রোববার। যদিও ৪৮ ঘণ্টা আগেও দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি সাকিব আল হাসানের। এছাড়া উপায়ও ছিল না। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনালে খেলেই ওমানের পথ ধরছেন বাংলাদেশের এই তারকা ক্রিকেটার।
কলকাতা নাইট রাইডার্স আইপিএলের ফাইনালে ওঠায় ঠিক সময়ে বিশ্বকাপের জন্য বাংলাদেশ দলের সঙ্গে যোগ দেওয়া হয়নি সাকিবের। তবে ফ্র্যাঞ্চাইজি ও আইসিসি সমন্বয় করে ফাইনাল শেষে হতেই তাকে জৈব-সুরক্ষা বলয়ে রেখেই মাসকাটে নেওয়া হবে।
এ কারণেই কোয়ারেন্টাইন ছাড়া সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন সাকিব। দলের সঙ্গে থাকা নির্বাচন হাবিবুল বাশার এনিয়ে বলেন, ‘দেখুন, সাকিব সড়কপথে আসবে, ফ্লাইটে এনে ঝুঁকি নেওয়া হবে না। আইপিএলে সে বাবলে ছিল, সেখান থেকেই সরাসরি আরেকটি বাবলে আসবে যেহেতু, ওর কোয়ারেন্টাইনের কোনো ব্যাপার থাকবে না। খেলার মধ্যে যেহেতু আছে, প্র্যাকটিসে নাও যেতে পারে। তবে ওর সমস্যা হবে না।’
এমনিতে সড়কপথে দুবাই থেকে মাসকাট পৌঁছতে চার থেকে সাড়ে চার ঘণ্টা সময় লাগে। ফাইনাল শেষ হতেই শুক্রবার উড়াল দেবেন সাকিব। আর বিশ্বকাপের প্রথম রাউন্ডে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে রোববার শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ মিশন।
Discussion about this post