ব্যস্ত হয়ে পড়ছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলও। শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য ২১ জনের বাংলাদেশ যুব ক্রিকেট দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে প্রথমবারের মতো ডাক পেলেন বাঁহাতি পেসার আহসান হাবিব লিওন।
আফগানিস্তান সিরিজের দল থেকে বাদ পড়লেন খালিদ হাসান, আশরাফুল ইসলাম সিয়াম ও শামসুল ইসলাম ইপন।
ওয়ানডে সিরিজ খেলতে কলম্বো পৌঁছে আইচ মোল্লাহরা যাবেন ডাম্বুলায়। কোভিড-১৯ পরীক্ষা ও তিন দিনের কোয়ারেন্টাইন। ১৫ অক্টোবর ডাম্বুলার রনগিরি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু প্রথম ম্যাচ। ১৮, ২০, ২৩ ও ২৫ অক্টোবর হবে সিরিজের বাকি ম্যাচ।
শ্রীলঙ্কা সফরের বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ স্কোয়াড: মাহফিজুল ইসলাম, ইফতেখার হোসেন ইফতি, প্রান্তিক নওরোজ নাবিল, এসএম মেহেরব হোসেন (অধিনায়ক), আইচ মোল্লা (সহ অধিনায়ক), আব্দুল্লাহ আল মামুন, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, আরিফুল ইসলাম, মাকসুদুর রহমান, মোহাম্মদ মুশফিক হাসান, রিপন মন্ডল, আশিকুর জামান, মহিউদ্দিন তারেক, নাইমুর রহমান নয়ন, আহসান হাবিব লিওন, মোহাম্মদ গোলাম কিবরিয়া।
স্ট্যান্ডবাই: মোহাম্মদ খালিদ হাসান, মোহাম্মদ আশরাফুল ইসলাম সিয়াম, আরিফ আহমেদ অনিক, মোহাম্মদ সাকিব শাহরিয়ার, মাহফুজুর রহমান রাব্বি।
Discussion about this post