আগের দুই ম্যাচে ব্যাট হাতে মাঠে নামাই হয়নি তার। সুযোগটাও পাননি। অবশেষে এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) ব্যাট হাতে মাঠে নামতে পারলেন তামিম ইকবাল। অবশ্য ভৈরহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে ব্যাট হাতে ঝড় তোলা হয়নি বাংলাদেশের এই তারকা ক্রিকেটারের। তবে তার দল ঠিকই ৬ উইকেটে হারাল বিরাটনগর ওয়ারিয়ার্সকে।
বুধবার কীর্তিপুরের ত্রিভুবন ইউনিভার্সিটি আন্তর্জাতিক ক্রিকেট গ্রাউন্ডে টস জিতে ফিল্ডিং নিয়ে বিরাটনগরকে ৮৯ রানে অলআউট করে ভৈরহাওয়া। ধাম্মিকা প্রসাদ ও আরিফ শেইখ তিনটি করে উইকেট নেন। বিরাটনগরের পক্ষে সর্বোচ্চ ২৫ রান করেন দিলশান মুনাবীরা।
এরপর প্রদীপ আইরির সঙ্গে জুটি গড়েন তামিম। ৪.৪ ওভারে ভাঙে ২৭ রানের উদ্বোধনী জুটি। তামিম মাত্র ১৩ বল খেলে ১২ রান তুলে ফেরেন সাজঘরে। ইনিংসে ছিল একটি করে চার ও ছয়। রমনারেশ গিরির বলে মহারাজনকে ক্যাচ দিয়ে ফেরেন তামিম।
তারপরই লঙ্কান ব্যাটসম্যান উপুল থারাঙ্গার ব্যাটে জয় তুলে নেঢ ভৈরহাওয়া। ৩৫ বলে চারটি চারে ৩৪ রানে অপরাজিত ছিলেন তিনি।
ইপিএলে ২ ম্যাচে প্রথম জয়ে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তামিমদের দল।
Discussion about this post