এটি শুধুই একটি ক্রিকেট ম্যাচ নয়। খেলার বাইরে অন্যরকম এক আবেগ আর শ্রদ্ধা মেশানো মুহুর্ত। প্রতিবছর বিজয় দিবস আসলেই এমনটা হয়। ক্রিকেটাররা শ্রদ্ধা জানান সেই বীরদের। মহান মুক্তিযুদ্ধে শহীদ আবদুল হালিম চৌধুরী জুয়েল এবং মোস্তাকের স্মরণে প্রতিবছর হয় ১৬ ডিসেম্বর এই ম্যাচ। এবার শহীদ জুয়েল-মোস্তাক প্রীতি ম্যাচ তেমন জমল না। রাজধানীর ধানমণ্ডি ক্রিকেট স্টেডিয়ামে অনায়াসে সেই ম্যাচে ১৪৯ রানে জিতল শহীদ জুয়েল একাদশ।
প্রথমে ব্যাট করতে নেমে শহীদ জুয়েল একাদশ ৪০ ওভারে ৯ উইকেট হারিয়ে তুলে ২৮৫ রান। রকিবুল হাসান করেন ১১১। খেলেছেন ৮৭ বল। জবাবে ব্যাট করতে নেমে অসহায় আত্মসমর্পন শহীদ মোস্তাক একাদশের। ২৭ ওভারে মাত্র ১৩৬ রানেই অল আউট।
শুক্রবার এমন আবেগ মেশানো এই ম্যাচ দেখতে গ্যালারিতে ছিলেন সাবেক অধিনায়ক রকিবুল হাসান, গাজী আশরাফ হোসেন লিপু, মিনহাজুল আবেদিন নান্নু, ফারুক আহমেদ, আকরাম খান, আমিনুল ইসলাম বুলবুল, হাবিবুল বাশার, খালেদ মাহমুদ সুজন, মোহামম্মদ আশরাফুলসহ অনেকেই।
সংক্ষিপ্ত স্কোর
শহীদ জুয়েল : ২৮৫/৯, ৪০ ওভার (রনি তালুকদার ২৯, জুনায়েদ ৩৩, এনামুল হক বিজয় ২২, নাঈম ২২, রকিবুল ১১১, মেহরাব জুনিয়র ২৯; এনামুল ৪/৩৮, শাহাদাত ৩/৪৩)।
শহীদ মোস্তাক : ১৩৬/১০, ২৭ ওভার (সৈকত আলী ১৯, ইমরুল ১৪, শাহরিয়ার নাফীস ১০, মমিনুল ১৪, মার্শাল আইয়ুব ২০, মিঠুন আলী ১৩, আলাউদ্দিন বাবু ১০, সানজামুল ২৫; ইলিয়াস সানি ৩/৭, নাঈম ২/১৩, মোহাম্মদ শরীফ ২/১৭, মুকতার আলী ২/১৮)।
ফল: শহীদ জুয়েল একাদশ ১৪৯ রানে জয়ী
Discussion about this post