ফের কঠিন সময়ে পাকিস্তান ক্রিকেট। হঠাৎ করেই নিউজিল্যান্ড সিরিজ না খেলে ফিরতেই বিপাকে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। নিউজিল্যান্ড সিরিজ স্থগিত হওয়ায় বিরাট আর্থিক ক্ষতির মুখে তারা। ১৩ কোটি টাকা লোকসান তাদের। টি-টুয়েন্টি বিশ্বকাপের আগে ইংল্যান্ড সিরিজ নিয়েও শঙ্কা। এ অবস্থায় ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ না হলে বড় অঙ্কের আর্থিক ক্ষতির মুখে পড়বে তারা।
এই ক্ষতি পুষিয়ে নিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার সঙ্গে যোগাযোগ করেছে পিসিবি। দুই দেশকেই পাঁচটি টি-টুয়েন্টি খেলার আমন্ত্রণ জানিয়েছে তারা। তবে হঠাৎ পাওয়া এই প্রস্তাবে সাড়া দেয়নি বিসিবি। হুট করে সিরিজ খেলার মতো মানসিকতায় নেই বাংলাদেশ। ক্রিকেটাররা ছুটিতে, কোচিং স্টাফরাও ছুটিতে আছে। বাংলাদেশ দল এখন ওমানে প্রস্তুতি ক্যাম্প নিয়ে ভাবছে।
অবশ্য পাকিস্তানের বিপদে এর আগে পাশে ছিল বিসিবি। ২০২০ সালে বাংলাদেশ তিন টি-টুয়েন্টি ও এক টেস্ট খেলেছিল পাকিস্তানে। বাংলাদেশের নিরাপত্তা প্রতিনিধি দলের অনুমতিতেই পাকিস্তানে দল পাঠায় বিসিবি। চার্টার্ড ফ্লাইটে সফরে গিয়েছিল টাইগাররা।
এটা আগেই নিশ্চিত হয়ে গেছে, বিশ্বকাপের পর নভেম্বরে পাকিস্তান দল আসবে বাংলাদেশ সফরে। দুই টেস্ট ও তিন টি-টুয়েন্টি খেলতে ১৬ নভেম্বর বাবর আজমের দল আসবে বাংলাদেশ। টি-টুয়েন্টি বিশ্বকাপ শুরু ১৭ অক্টোবর। শেষ হবে ১৪ নভেম্বর। তারপরই জমবে বাংলাদেশ-পাকিস্তানের লড়াই। ৬ বছর আগে ২০১৫ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল পাকিস্তান।
তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজটি অনুষ্ঠিত হবে ঢাকার শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। তারপর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই টেস্টের প্রথমটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে। দ্বিতীয়টি হবে মিরপুরে।
টি-টুয়েন্টি ম্যাচ তিনটি হবে ১৯, ২০ ও ২২ নভেম্বর। ২৬ নভেম্বর প্রথম টেস্ট ও ৪ ডিসেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচটি অনুষ্ঠিত হবে।
Discussion about this post