ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের (ডিপিএল) শুরু হবে আগামী বছর। তবে এখনই দল প্রস্তুত করে ফেলেছে বেশ কয়েকটি ক্লাব।
এখানেই শেষ নয়, কোচিং প্যানেলও গুছিয়ে নিচ্ছে অনেক ক্লাব। তার অংশ হিসেবেই গাজী গ্রুপ ক্রিকেটার্স ছেড়ে এবার গতবারের রানার্সআপ দল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবে চলে গেলেন আলোচিত কোচ মোহাম্মদ সালাউদ্দিন।
সোমবার প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে দিয়েছে এই তথ্য। সালাউদ্দিনকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে ক্লাবটি জানিয়েছে, ‘আমরা আমাদের প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনকে স্বাগত জানাচ্ছি। তিনি প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের হয়ে নতুন ইনিংস শুরু করছেন।’
প্রাইম ব্যাংক থেকে কোচ মিজানুর রহমান বাবুল যোগ দিলেন গাজী গ্রুপ ক্রিকেটার্স।
কোচ সালাহউদ্দিন আহমেদ ছাড়াও ক্রিকেটারও বেছে নিয়েছে প্রাইম ব্যাংক। বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুমিনুল হক ও ইয়াসির আলী রাব্বি খেলবেন এই ক্লাবে। এর আগেই এই ক্লাবে ছিলেন তামিম ইকবাল, এনামুল হক বিজয়, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, রুবেল হোসেন, মোহাম্মদ মিঠুন, নাঈম হাসান।
Discussion about this post