ফের চেনা ময়দানে তিনি। মাঝে কিছুটা সময় কাটল বিশ্রাম আর পুনর্বাসনে। এবার সেই দুঃসময় পেছনে ফেলে মাঠে ফিরলেন তামিম ইকবাল। প্রায় দুই মাস পর রোববার প্রথমবারের মত অনুশীলন করলেন দেশেসেরা এই ওপেনার। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ব্যাটিং অনুশীলন করেন তিনি। নেট বোলারদের বিপক্ষে ব্যাটে ঝড় তুলেন তিনি।
এর আগে এ বছরের জুলাইয়ে জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলেই বিশ্রামে যান তামিম। তখনই জানা যায়, হাঁটুর ইনজুরি কাটিয়ে উঠতে তামিমের চাই ৮ সপ্তাহের পুনর্বাসন প্রক্রিয়া। সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে মাঠের ফেরার কথা ছিল।
সব ঠিক থাকলে তো বিশ্বকাপেই খেলতেন তিনি। কিন্তু নিজেই দল ঘোষণার আগে সরে দাঁড়ান। যদিও টি-টুয়েন্টি থেকে অবসর নেননি তিনি। রোববার মাঠে ফিরেই পুরো ৪০ মিনিট অনুশীলন করেন তামিম।
বিশ্বকাপে না খেললেও তামিম এখন ব্যস্ত হয়ে উঠবেন ক্রিকেটে। আগামী ২৫ সেপ্টেম্বর থেকে শুরু হতে যাওয়া নেপালের এভারেস্ট প্রিমিয়ার লিগে (ইপিএল) খেলবেন তিনি। ভাইরাহাওয়া গ্ল্যাডিয়েটর্সের হয়ে ফিরবেন প্রতিযোগিতামূলক ক্রিকেটে। এরইমধ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ড থেকে অনাপত্তিপত্রও নিয়ে রেখেছেন তামিম। এই টুর্নামেন্টে অংশ নিতে আগামী ২৩ সেপ্টেম্বর নেপাল যাওয়ার কথা তার।
দলটির প্রথম ম্যাচ ২৬ সেপ্টেম্বর, প্রতিপক্ষ পোখারা রাইনোস। ২৭ সেপ্টেম্বর চিতওয়ান টাইগার্স, ২৯ সেপ্টেম্বর বিরাটনগর ওয়ারিয়র্স, ২ অক্টোবর কাঠমান্ডু কিংস ইলেভেন ও ৪ অক্টোবর প্রতিপক্ষ ললিতপুর প্যাট্রিয়টস।
Discussion about this post