ব্যস্ত সময় কাটছে তার। টানা দুটি সিরিজ খেললেন দেশের মাঠে। মাঝে মার্কিন যুক্তরাষ্ট্রে পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন তিনি। এবার সাকিব আল হাসান মেতে থাকবেন ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল)। তার আগে ভারতের এই টুর্নামেন্টের সর্বকালের সেরা একাদশ বাছাই করলেন কলকাতা নাইট রাইডার্সের মহাতারকা।
একাদশে চার বিদেশি রাখা গেলেও দুইবারের আইপিএল জয়ী সাকিব রাখলেন তিনজনকে। ৮ ভারতীয়কে বেছে নিয়েছেন তিনি। সাকিবের দলের অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। যিনি চেন্নাই সুপার কিংসকে তিনবারের চ্যাম্পিয়ন করেছেন।
সাকিবের দলে নেই টি-টুয়েন্টির দুই মহাতারকা এবি ডি ভিলিয়ার্স ও ক্রিস গেইল। এই দলের ওপেনার মুম্বাই ইন্ডিয়ান্সের রোহিত শর্মা ও সানরাইজার্স হায়দরাবাদের অস্ট্রেলিয়ান ডেভিড ওয়ার্নার। তিন নম্বরে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরাট কোহলি। চারেসুরেশ রায়না। এরপরই ধোনি ও লোকেশ রাহুল।
অলরাউন্ডার হিসেবে দলে রবীন্দ্র জাদেজা (চেন্নাই সুপার কিংস) ও বেন স্টোকস (রাজস্থান রয়্যালস)। দলে কোন স্পেশালিস্ট স্পিনারকে রাখেননি সাকিব। তিনজন পেসার তার দলে। আছেন সাবেক মুম্বাই ইন্ডিয়ান্স কিংবদন্তি লাসিথ মালিঙ্গা ছাড়াও জাসপ্রিত বুমরাহ (মুম্বাই ইন্ডিয়ান্স) ও ভুবনেশ্বর কুমারকে (সানরাইজার্স হায়দরাবাদ)।
আইপিএলে সাকিবের সর্বকালের সেরা একাদশ
রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, সুরেশ রায়না, মহেন্দ্র সিং ধোনি (অধিনায়ক ও উইকেটকিপার) লোকেশ রাহুল, বেন স্টোকস, রবীন্দ্র জাদেজা, লাসিথ মালিঙ্গা, যশপ্রীত বুমরা ও ভুবনেশ্বর কুমার।
Discussion about this post