গত কয়েকটা বছর ক্যারিয়ারে কতো কী যে দেখেছেন তিনি। একবার সাফল্যের আকাশে তো আবার ভুল পথে পা বাড়িয়ে অন্ধকারে। এখন চেনা সেই ক্রিকেটাঙ্গনে ফিরে সাফল্যে আছেন সাকিব আল হাসান। অস্ট্রেলিয়ার পর নিউজির্যান্ডের বিপক্ষে সিরিজেও সাফল্যের ধারায় আছেন তিনি।
কিউইদের বিপক্ষে বল হাতে সাফল্যের পুরস্কার পেলেন সাকিব। আইসিসির টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে দুই বছর পর সেরা দশে ফিরলেন বাংলাদেশের এই তারকা অলরাউন্ডার।
গত এক সপ্তাহে হয়ে যাওয়া আন্তর্জাতিক ম্যাচগুলোর পারফরম্যান্সের ওপর ভিত্তি করে বুধবার র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আইসিসি। যেখানে বেশ এগিয়েছেন শেখ মেহেদি হাসান। ৬৭ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের এই স্পিনারের। বোলারদের তালিকায় ৯১ থেকে ২৪ নম্বরে উঠে এসেছেন তিনি।
নিউজিল্যান্ডের বিপক্ষে চলতি সিরিজের প্রথম ম্যাচে ১০ রান দিয়ে ২ উইকেট নেন সাকিব। সব মিলিয়ে প্রথম তিন টি-টুয়েন্টিতে মোট ৪ উইকেট নেন এই তারকা। তার পথ ধরে র্যাঙ্কিংয়ে তিন ধাপ এগিয়ে নিয়েছে।
২০১৯ সালের অক্টোবরে নিষিদ্ধ হন সাকিব। তখন টি-টুয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে আটে ছিলেন তিনি। নিষেধাজ্ঞা কাটিয়ে ২০২০ সালের সেপ্টেম্বরে র্যাঙ্কিংয়ে ২০তম বোলার পা রাখেন। এখন উঠে এসেছেন নবম স্থানে।
টি-টুয়েন্টিতে শীর্ষ বোলার সেই দক্ষিণ আফ্রিকার তাবরাইজ শামসি। ব্যাটসম্যানদের র্যাঙ্কিংয়ের শীর্ষস্থানেও আসেনি পরিবর্তন। নাম্বার ওয়ান ইংল্যান্ডের দাভিদ মালান।
Discussion about this post