দারুণ ছন্দে ছিল দল। টানা দুই জয়ে যখন সিরিজ জেতার পথে তখনই ছন্দপতন। সিরিজের তৃতীয় ম্যাচটিতে হেরে কিছুটা হলেও চাপে টাইগাররা। তারপরও চতুর্থ টি-টুয়েন্টির একাদশে পরিবর্তন আনেনি টাইগারদের টিম ম্যানেজম্যান্ট। বুধবার মিরপুরের শেরেবাংলায় টস জিতলেন টম ল্যাথাম। টানা দ্বিতীয় ম্যাচে মুদ্রা নিক্ষেপে হাসিমুখ কিউইদের। নিউজিল্যান্ড অধিনায়ক শুরুতে ব্যাটিংয়ে পাঠালেন টাইগারদের।
সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ। বুধবার ম্যাচ জিতলে ইতিহাস রচনা করবে তারা। প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপসের বিপক্ষে টি-টুয়েন্টি সিরিজ জিতবে মাহমুদউল্লাহ রিয়াদের দল। অবশ্য একাদশে কোনও পরিবর্তন আনেনি স্বাগতিকরা। আগের তিন ম্যাচের একাদশের প্রতিই আস্থা রেখেছেন।
টানা চার ম্যাচে একই একাদশ নিয়ে খেলছে বাংলাদেশ। একাদশের বাইরে থাকলেন পেসার শরিফুল ইসলাম, ওপেনার সৌম্য সরকার, মিডল অর্ডার ব্যাটসম্যান শামীম হোসেন।
সিরিজে টিকে থাকার মিশনে নিউজিল্যান্ড তাদের একাদশে দুটি পরিবর্তন এসেছে। জ্যাকব ডাফি ও স্কট কুগেলেইনের জায়গায় ব্লেয়ার টিকনার ও হাশিম ব্যানেট।
বাংলাদেশ একাদশ: লিটন কুমার দাস, মোহাম্মদ নাঈম শেখ, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ (অধিনায়ক), আফিফ হোসেন, নুরুল হাসান সোহান, শেখ মেহেদি হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, মুস্তাফিজুর রহমান, নাসুম আহমেদ।
নিউজিল্যান্ড একাদশ: ফিন অ্যালেন, রাচিন রবীন্দ্র, টম ল্যাথাম (অধিনায়ক), উইল ইয়াং, টম ব্লান্ডেল, হেনরি নিকোলস, কলিন ডি গ্র্যান্ডহোম, কোল ম্যাকনকি, এজাজ প্যাটেল, ব্লেয়ার টিকনার, হামিশ বেনেট।
Discussion about this post