সময়টা ভাল যাচ্ছে না তার। এমনিতে জাতীয় দলে নেই অনেক দিন ধরেই। তারমধ্যে ইনজুরিও বেশ ভোগাচ্ছে তাকে। এবার সেই চোট থেকে মুক্তি পেতে হাসপাতালে ভর্তি হতে হলো এনামুল হক জুনিয়রকে। এখানেই শেষ নয়, অস্ত্রোপচারও করালেন। স্বস্তির খবর অপারেশন সাকসেসফুল।
বিজয় অনুশীলন করতে গিয়ে আঘাত পেয়েছিলেন বাঁহাতে। তারপর অনেক দিন ধরেই ছিলেন পযর্বেক্ষণে। কিন্তু মুক্তি মিলেনি। এবার চিকিৎসকের পরামর্শে অস্ত্রোপচার করালেন। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক দেবাশীষ চৌধুরীর তত্ত্বাবধানে হয়েছে এই অস্ত্রোপচার।
সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে এক পোস্টে মঙ্গলবার এনামুল হক বিজয় লিখেছেন ‘আশা করি সবাই ভালো আছেন। কিছুদিন আগেই অনুশীলনে একটি বল আমার বাঁ হাতে আঘাত করে। পর্যবেক্ষণে থাকার পর অস্ত্রোপচার করানোর সিদ্ধান্ত নেন চিকিৎসক। বিসিবিকে ধন্যবাদ জানাচ্ছি দ্রুত আমার চিকিৎসা ব্যবস্থা করার জন্য। বিশেষ করে ডক্টর দেবাশীষ চৌধুরীকে ধন্যবাদ।আলহামদুলিল্লাহ, সফল অস্ত্রোপচার হয়েছে। আপনাদের প্রার্থনা ও ভালোবাসায় ভালো অনুভব করছি। যারা আমাকে ভালোবাসেন তারা অবশ্যই আমার জন্য দোয়া করবেন যেন আমি দ্রুত আরোগ্য লাভ করতে পারি। মাঠে ফিরতে পারি। আল্লাহ মঙ্গল করুক সবার।’
এখন জাতীয় দলের বাইরে আছেন ২৮ বছর বয়সী এনামুল। ২০১৮ সালের ওয়েস্ট ইন্ডিজ সফরের পর থেকেই জাতীয় দলের বাইরে। নিজেকে ফিরে পেতে মাস্কো সাকিব ক্রিকেট একাডেমিতে অনুশীলন করছিলেন। সেখানেই ব্যাটিংয়ে করার সময় একটি বল বাঁ হাতে আঘাত করে তার। সেই ধাক্কা কাটিয়ে উঠতে এবার অস্ত্রোপচার করালেন এনামুল।
Discussion about this post