টি-টুয়েন্টি সিরিজ জেতা হল না পাকিস্তানের। শুক্রবার দ্বিতীয় ও শেষ ম্যাচে পাকিস্তানকে ২৪ রানে হারিয়েছে শ্রীলঙ্কা। তাতেই ১-১ সমতায় শেষ হল সিরিজ।
দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কা ৩ উইকেট হারিয়ে তুলে ২১১ রান।
কুশল পেরেরা করেন ৫৯ বলে ৮৪ রান।
জবাব দিতে নেমে ১৮৭ রানে অলআউট হয়ে যায় পাকিস্তান। ৫০ রান করেন শারজিল খান।
হারলেও একটা রেকর্ড গড়েছে পাকিস্তান। নবম উইকেটে সাঈদ আজমলকে (২০) নিয়ে ৩৩ বলে ৬৩ রানের জুটি গড়েন তানভীর। টি-টুয়েন্টিতে এটাই রেকর্ড নবম উইকেট জুটি।
এই জয়ে টি-টুয়েন্টি র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রাখল শ্রীলঙ্কা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা: ২০ ওভারে ২১১/৩ (কুশল পেরেরা ৮৪, দিলশান ৪৮, সাঙ্গাকারা ৪৪*; আজমল ২/২৫)
পাকিস্তান: ১৯.২ ওভারে ১৮৭/১০ (শারজিল ৫০, আফ্রিদি ২৮, আজমল ২০; সেনানায়েকে ৩/২৭, কুলাসেকারা ২/২৩, থিসারা পেরেরা ২/৩৬)
ফল: শ্রীলঙ্কা ২৪ রানে জয়ী
ম্যাচ সেরা: কুশল পেরেরা
সিরিজ: ১-১ ড্র
সিরিজ সেরা: শহীদ আফ্রিদি
Discussion about this post