বাংলাদেশ ক্রিকেটের বিস্ময় বালক তিনি। অনেকটা সেই প্রবাদের মতো তার জীবন, ক্যারিয়ার। আসলেন, দেখলেন এবং জয় করলেন। মুস্তাফিজুর রহমান এখন সেরাদের একজন। বাংলাদেশ ক্রিকেটের বড় তারকা।
মুস্তাফিজের জন্মদিন আজ, ৬ সেপ্টেম্বর। ২৬ পেরিয়ে গেলেন তিনি। সবার কাছে ‘কাটার মুস্তাফিজ’ নামেই পরিচিত তিনি। ১৯৯৫ সালের ৬ সেপ্টেম্বর সাতক্ষীরায় জন্ম নেন দ্য ফিজ। সাতক্ষীরা থেকে ৪৫ কিলোমিটার দক্ষিণে কালীগঞ্জ উপজেলার তারালি ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে বেড়ে উঠেছেন তিনি। চার ভাই ও দুই বোনের মধ্যে সবার ছোট মুস্তাফিজ।
অনূর্ধ্ব-১৪, অনূর্ধ্ব-১৭ ও অনুর্ধ্ব-১৯ দলে খেলে জাতীয় দলে উঠে আসেন জাতীয় দলে। বিশ্বের একমাত্র খেলোয়াড় হিসেবে মুস্তাফিজ তার প্রথম দুটি ওয়ানডে ম্যাচে ১১ উইকেট নেন। ইতিহাসের প্রথম ক্রিকেটার হিসেবে ওয়ানডে ও টেস্ট- দুই ফরম্যাটের অভিষেকে ম্যাচসেরা হন মুস্তাফিজ।
২০১৬ সালে প্রথমবার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) অংশ নিয়ে নিজেকে নিয়ে যান অনন্য উচ্চতায়। সানরাইজার্স হায়দরাবাদের জার্সিতে বল হাতে স্লোয়ার আর কাটারে ব্যাটসম্যানদের দলকে প্রথমবারের মতো আইপিএল চ্যাম্পিয়ন করতে রাখেন বড় ভূমিকা।
এখন মুস্তাফিজকে ‘দ্য ফিজ’ নামে ডাকেন অনেকে। কেউবা আবার বলেন কাটার মাস্টার। বড় ভাইয়ের হাত ধরেই পাড়ার ক্রিকেটে যাত্রা। তারপর সময়ের পথ ধরে এখন এই বাঁহাতি বিশ্ব ক্রিকেটের পরিচিত এক মুখ। ২০১৫ সালের আইসিসি ওয়ানডে বর্ষসেরা দলের অন্যতম সদস্য হিসেবে তাকে মনোনীত করে তাকে।
সেই তারকা ক্রিকেটারকে শুভ জন্মদিন!
মুস্তাফিজুর রহমান
জন্ম: ৬ সেপ্টেম্বর ১৯৯৫
কালীগঞ্জ, সাতক্ষীরা, খুলনা, বাংলাদেশ
উচ্চতা: ৫ ফুট ১১ ইঞ্চি
ব্যাটিংয়ের ধরন: বাঁহাতি ব্যাটসম্যান
বোলিংয়ের ধরন: বাঁহাতি মিডিয়াম-ফাস্ট
Discussion about this post