নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেলেন তিনি। অবশ্য রেকর্ড হাতছানি দিচ্ছিল আগেই। মাঠে নেমেই মাহমুদউল্লাহ রিয়াদ গড়ে ফেললেন রেকর্ড। মিরপুরের শেরেবাংলায় রোববার নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতয়ি টি-টুয়েন্টিতে টস করতে নেমে দারুণ সেই মাইলফলকে পৌঁছালেন রিয়াদ। বাংলাদেশের প্রথম ক্রিকেটার হিসেবে শততম টি-টুয়েন্টি খেলার রেকর্ড গড়লেন তিনি।
২০০৭ সালের জুলাই মাসে শ্রীলঙ্কায় বিপক্ষে ওয়ানডে অভিষেক। তার দুই মাস পরই কেনিয়ার বিপক্ষে ম্যাচে টি-টুয়েন্টি ফরম্যাটে পথচলা শুরু রিয়াদের।তারপর খেলেছেন অনেকটাই নিয়মিত। তার অভিষেকের পর বাংলাদেশ খেলেছে ১০৮টি ম্যাচ। মাহমুদউল্লাহ যেখানে ছিলেন ৯৯ ম্যাচে।
বাংলাদেশের হয়ে রিয়াদের পরই আছেন মুশফিকুর রহিম (৮৯) ও সাকিব আল হাসান (৮৭)।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এর আগে ১০০তম ম্যাচ খেলেন আরও ৭জন ক্রিকেটার। এই তালিকায় মাহমুদল্লাহ অষ্টম। তার আগে এই এই কীর্তি গড়েন শোয়েব মালিক (১১৬), মোহাম্মদ হাফিজ (১১৩), রোহিত শর্মা (১১১), এউইন মরগান (১০৭), কেভিন ও ব্রায়েন (১০৩), মার্টিন গাপটিল (১০২) ও রস টেলরের (১০২)।
Discussion about this post