ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আফগানিস্তান এখনো টালমাটাল। দুই দশকের বেশি সময় পর ক্ষমতার পালাবদলে উত্তাল এশিয়ার দেশটি। ফের সেখানে ক্ষমতায় যাচ্ছে তালেবানরা। তার পথ ধরেই এখন অনেকটাই এলোমেলো দেশটি। এ অবস্থায় ক্রিকেটেও পড়েছে তার প্রভাব। তবে সময়ের সঙ্গে সব স্বাভাবিক হতে চলেছে। গত মাসের শেষদিনে বাংলাদেশে আসার কথা ছিল আফগান যুব দলের। কয়েকদিন দেরি হলেও সফরে আসছে তারা।
শঙ্কা কাটিয়ে শনিবার বিকালে বাংলাদেশে আসছে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। এরইমধ্যে এই খবরের সত্যতা জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিমান না চলায় তারা নির্ধারিত আসতে পারেনি।
সফরে পাঁচটি ওয়ানডে ও একটি চারদিনের ম্যাচ খেলবে আফগান যুবারা। নতুন সূচি অনুযায়ী ১০ সেপ্টেম্বর থেকে বাংলাদেশের যুবাদের সঙ্গে খেলতে নামবে তারা। শুরুতেই ওয়ানডে। ১২, ১৪, ১৭, ১০ সেপ্টেম্বর হবে সিরিজের বাকি ওয়ানডে। এরপর চারদিনের একটি ম্যাচ খেলবে দুই দল।বাংলাদেশ যুবাদের সবগুলো ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে।
সফরের সূচি
১ম ওয়ানডে- ১০ সেপ্টেম্বর
২য় ওয়ানডে- ১২ সেপ্টেম্বর
৩য় ওয়ানডে- ১৪ সেপ্টেম্বর
৪র্থ ওয়ানডে- ১৭ সেপ্টেম্বর
৫ম ওয়ানডে- ১৯ সেপ্টেম্বর
চারদিনের ম্যাচ- ২২-২৫ সেপ্টেম্বর
আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল
সুলিমান আরবজাই, সুলিমান সাফি, বিলাল সায়েদী, বিলাল আহমেদ তারিন, কামরান হোটাক, নানগেয়ালিয়া খান, ইয়ামা আরব, ফয়সাল খান আহমেদজাই, মোহাম্মদ ইশাক জাজাই, ইজাজ আহমেদ আজাদ, জাহিদুল্লাহ সালিমি, মোহাম্মদউল্লাহ নাজিবউল্লাহ, ইজাজ আহমেদ আহমেদজাই, ইজহারউল্লাহ নাভিদ, শহীদ হাসানি, সাবাউন বানুরি, বিলাল সামি, মোহাম্মদ নাভিদ জাদরান ও আল্লাহনুর নাসেরি।
Discussion about this post