তার বয়স মাত্র ২৫। এখনই খেলে যাওয়ার চূড়ান্ত সময়। কিন্তু মুস্তাফিজুর রহমান টেস্ট ক্রিকেটে আগ্রহ পাচ্ছেন না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) দুই ফরম্যাটের চুক্তিতে থাকলেও টেস্টে নেই তিনি। লাল বলের ফরম্যাটে তাকে না রাখার সিদ্ধান্ত কেন তা জানালেন, বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান।
বৃহস্পতিবার গণমাধ্যমের মুখোমুখি হয়ে বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের চেয়ারম্যান আকরাম খান বললেন, টেস্টে অনাগ্রহ তৈরি হয়েছে মুস্তাফিজের। টানা কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয়ের মধ্যে থেকে হাঁপিয়ে উঠছেন এই বাঁহাতি পেসার। এ কারণেই খেলতে চাইছেন না তিনি।
আকরাম খান বলেন, ‘দেখুন, মুস্তাফিজ এখন টেস্ট খেলতে চাইছে না। ও এখন টেস্টে খেলার জন্য আগ্রহী না। মুস্তাফিজ আমাদেরকে জানিয়েছে, যতদিন এই কোয়ারেন্টাইন বা জৈব সুরক্ষা বলয় আছে টেস্টে ওর মনোযোগ দেওয়া কঠিন বিধায় ও এখন টেস্ট খেলতে চাচ্ছে না।’
অবশ্য এনিয়ে আপত্তি নেই বিসিবির। আকরাম খান বলেন, ‘এটা আমরাও খুব ইতিবাচকভাবে নিয়েছি। যেহেতু সে খুবই গুরুত্বপূর্ণ খেলোয়ার টি-টোয়েন্টি আর ওয়ানডেতে আমাদের জন্য, তো আলাপ-আলোচনা করেই আমরা এটা করেছি।’
বিসিবি এবার কেন্দ্রীয় চুক্তি করেছে তিন ফরম্যাটে আলাদা আলাদা করে। এনিয়ে আকরাম বলেন, ‘এটার কারণটা হলো অনেকেই শুধু টি-টোয়েন্টি খেলছে। যেমন নাসুম আছে, পাটোয়ারী (শামীম) আছে। এজন্য এবার আমরা তিন ফরম্যাট আলাদা করেছি। আগে ছিল সাদা বল, সাদা বল মানে ওয়ানডে ও টি-টুয়েন্টি যারা খেলবে তারাই একই চুক্তিতে।’
Discussion about this post