আরেকটি ক্রিকেট লড়াইয়ের মঞ্চ তৈরি। ১ সেপ্টেম্বর থেকে নিউজিল্যান্ডের সঙ্গে টি-টুয়েন্টি লড়াই। মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পরের চার ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই শুরু হবে বিকাল ৪টা থেকে।
এই সিরিজের জন্য সোমবার ম্যাচ অফিসিয়ালের তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এখন অবশ্য করোনা কালে ম্যাচ অফিসিয়ালে স্বাগতিকরাই থাকেন। জৈব সুরক্ষা বলয়সহ অন্য কারণে এই পথেই হাঁটছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল। এ কারণে নিরপেক্ষ আম্পায়ার থাকছে না এই সিরিজে।
আইসিসির এই নিয়মের কারণে বাংলাদেশ-নিউজিল্যান্ড সিরিজে ফিল্ড আম্পায়ার, টিভি আম্পায়ার ও চতুর্থ আম্পায়ারের দায়িত্ব থাকছেন বাংলাদেশের চারজন আম্পায়ার। ম্যাচ রেফারি বাংলাদেশেরই নিয়ামুর রশিদ রাহুল।
১ সেপ্টেম্বর প্রথম টি-টুয়েন্টিতে ফিল্ড আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ও গাজী সোহেল। এই ম্যাচে টিভি আম্পায়ারের দায়িত্বে মাসুদুর রহমান মুকুল ও চতুর্থ আম্পায়ার তানভীর আহমেদ। ৩ সেপ্টেম্বর দ্বিতীয় টি-টুয়েন্টিতে মাঠে থাকছেন মাসুদুর রহমান মুকুল ও তানভীর আহমেদ। এই ম্যাচের টিভি আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত আর চতুর্থ আম্পায়ার গাজী সোহেল।
সিরিজের তৃতীয় টি-টুয়েন্টি ৫ সেপ্টেম্বর। এখানে মাঠের দায়িত্বে শরফুদ্দৌলা ইবনে সৈকত ও মাসুদুর রহমান মুকুল। চতুর্থ আম্পায়ার গাজী সোহেল ও টেলিভিশন রিপ্লে দেখবেন তানভীর আহমেদ। চতুর্থ ম্যাচের দুই ফিল্ড আম্পায়ার তানভীর আহমেদ ও গাজী সোহেল। টিভি আম্পায়ার মাসুদুর রহমান মুকুল, চতুর্থ আম্পায়ার শরফুদ্দৌলা ইবনে সৈকত ।
১০ সেপ্টেম্বর সিরিজের পঞ্চম ও শেষ ম্যাচে মাঠে থাকবেন শরফুদ্দৌলা ইবনে সৈকত ও তানভীর আহমেদ। টিভি আম্পায়ার গাজী সোহেল। চতুর্থ আম্পায়ার হিসেবে থাকবেন মাসুদুর রহমান মুকুল।
Discussion about this post