মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে রোববার সকালেই অনুশীলন করার কথা ছিল নিউজিল্যান্ড ক্রিকেট দলের। সেভাবেই প্রস্তুত ছিল মিরপুরের হোম অব ক্রিকেট। কিন্তু সূচি অনুযায়ী অনুশীলনে যায়নি কিউইরা। এরপর এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়, এদিনের সূচি বাতিল করেছে সফরকারীরা। সকাল দশটায় প্র্যাকটিসের কথা থাকলেও হঠাৎই অনুশীলন না করার সিদ্ধান্ত নেয় কিউই টিম ম্যানেজম্যান্ট।
কেন কী এমন হলো যে হঠাৎ করেই অনুশীলনে দেখা গেলো না তাদের? কেন অনুশীলন সূচি বাতিল করা হয়েছে। এমনিতে সাধারণ করোনাভাইরাস সংক্রান্ত জটিলতা দেখা দিলেই এখন ম্যাচ অথবা অনুশীলন বাতিলের ঘোষণা দেয়। কিন্তু এনিয়ে কেউ উত্তর পাচ্ছিলেন না। অবশেষে দলের মিডিয়া ম্যানেজারের সঙ্গে যোগাযোগ করলে পরে তাদের পক্ষ থেকে জানানো হয়- টানা দুদিন অনুশীলনের পর রোববার বিশ্রাম করছে দল।
বাংলাদেশের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলতে গত ২৪ আগস্ট বাংলাদেশে এসেছে নিউজিল্যান্ড দল। এ অবস্থায় অনুশীলন চলবে ৩১ আগস্ট মঙ্গলবার পর্যন্ত।
এরপরই কিউইদের বিপক্ষে ৫ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। ১ সেপ্টেম্বর প্রথম ম্যাচ। তারপর বাকি ৪ ম্যাচ যথাক্রমে ৩, ৫, ৮ ও ১০ সেপ্টেম্বর। প্রতিটি ম্যাচই অনুষ্ঠিত হবে মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে। খেলা শুরু হবে বিকাল ৪টায়।
Discussion about this post