করোনাকালে ক্রিকেট ম্যাচ আয়োজন বেশ কঠিনই হয়ে পড়েছে। কারণ সতর্ক থাকলেও অনেকেই আক্রান্ত হচ্ছেন করোনায়। জৈব সুরক্ষা বলয় তৈরি করেও লাভ হচ্ছে না। তারপরও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জাতীয় দলের এখন অনূর্ধ্ব-১৯ দল, ‘এ’ দল, আর হাইপারফরম্যান্স দলের খেলা আয়োজন করছে। এইচপির সঙ্গে ‘এ’ দলের সিরিজ তারই অংশ। কিন্তু করোনাভাইরাসের কারণে আপাতত স্থগিত করা হয়েছে এই সিরিজ।
এইচপি দল এখন রয়েছেন চট্টগ্রামে। বন্দরনগরীতেই ৭ সপ্তাহের অনুশীলন ক্যাম্প চলবে। এই সময়ে বাংলাদেশ ‘এ’ দলের সঙ্গে তিনটি ওয়ানডে ও চার দিনের ম্যাচ খেলবে এইচপি ইউনিট। সব ঠিক থাকলে ২, ৪ ও ৬ সেপ্টেম্বর ওয়ানডে ম্যাচ হওয়ার কথা। তারপর ৯ সেপ্টেম্বর থেকে শুরু হওয়ার কথা ছিল চারদিনের ম্যাচ।
কিন্তু ‘এ’ দলের ক্রিকেটার আবু জায়েদ চৌধুরী রাহির করোনা আক্রান্তের খবরে স্থগিত করা হয়েছে দুই দলের লড়াই।
অবশ্য প্রথম করোনাভাইরাস পরীক্ষায় ৩ ক্রিকেটারের শরীরে করোনাভাইরাসের অস্তিত্ব পাওয়া যায়। এরপর দ্বিতীয় টেস্ট করলে বাকি দুজন নেগেটিভ হলেও দ্বিতীয়বারও পজিটিভ আসে জাতীয় দলের পেসার রাহীর ফলাফল। এ অবস্থায় আগের সময় থেকে সর্বোচ্চ ১ সপ্তাহ পেছানো হতে পারে সিরিজের ম্যাচগুলো।
Discussion about this post