ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ফের সরগরম হয়ে উঠল মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম। তবে কোথায় যেন কিছুটা ব্যতিক্রমও দেখা মিলল। করোনার কারণেই আগের মতো সেই প্রাণ চাঞ্চল্যের দেখা মিলল না। এর মধ্যেই রোববার থেকে শুরু হয়ে গেল হোম অব ক্রিকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কা ক্রিকেট দলের অনুশীলন। ৩ আগষ্ট দুই দল লড়বে সিরিজের প্রথম টি-টুয়েন্টিতে।
করোনা কালে ক্রিকেট অস্ট্রেলিয়ার শর্ত পালন করেই চলছে মাঠের কার্যক্রম। এরমধ্যে তিন দিনের রুম কোয়ারেন্টাইন শেষে রোববার সকাল ১০টায় অনুশীলনের জন্য মাঠে নামে বাংলাদেশ দল। মাহমুদউল্লাহর নেতৃত্বে ১৭ জনের দলের অবশ্য একজনকে দেখা যায়নি। তিনি মোসাদ্দেক হোসেন সৈকত। বাংলাদেশের শেষ হতেই বিকেলে অনুশীলনে নামে অস্ট্রেলিয়া।
দুই দলের ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের কোভিড পরীক্ষার ফল নেগেটিভ হওয়ায় স্বস্তিতে মাঠে নামে দুই দল। একইভাবে সোমবার চলবে অনুশীলন। অবশ্য এবার বাংলাদেশ বিকেলে ও অস্ট্রেলিয়া সকালে অনুশীলন করবে শেরেবাংলায়।
বাংলাদেশ দলের অনুশীলন সূচি ছিল ১০টার দিকে। তার আধাঘণ্টা আগেই টিম বাস চলে আসে। তবে মোসাদ্দেক ছিলেন না। যদিও তার ইনজুরি নেই। তাকে ছাড়াই ৩০ মিনিটের অনুশীলন। তবে সাকিব আল হাসান-মাহমুদউল্লাহ রিয়াদের সঙ্গে দেখা গেল মোহাম্মদ সাইফউদ্দিন, সৌম্য সরকার, মুস্তাফিজুর রহমানকেও।
বাংলাদেশ-অস্ট্রেলিয়ার প্রথম টি-টুয়েন্টি ৩ আগস্ট। পরের চার ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। প্রতিটি মিরপুরের শেরেবাংলায় শুরু সন্ধ্যা ৬টায়।
অস্ট্রেলিয়া সিরিজের জন্য বাংলাদেশ দল-
মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নাঈম শেখ, সাকিব আল হাসান, সৌম্য সরকার, আফিফ হোসেন, শামীম হোসেন, নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), নাসুম আহমেদ, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ মিঠুন ও রুবেল হোসেন।
Discussion about this post