জিম্বাবুয়ের বিপক্ষে রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে একাদশ ঘোষণা করেই অন্যরকম রেকর্ড গড়ল বাংলাদেশ দল। দলে চমক। বাঁহাতি ব্যাটসম্যানদের উপস্থিতি দেখার মতো। তার পথ ধরে টানা দুই ম্যাচে হয়েছে রেকর্ড। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে সবচেয়ে বেশি ৯ বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর রেকর্ড এখন শুধুই বাংলাদেশের।
প্রথম টি-টুয়েন্টিতে বাংলাদেশ দলে ছিলেন ৭ বাঁহাতি ব্যাটসম্যান। চার ডানহাতি ব্যাটসম্যানের একজন লিটন দাস পায়ে চোট পেয়ে মাঠ ছাড়েন। এরপরের দুই ম্যাচে আর দেখা যায়নি লিটনকে।
দ্বিতীয় টি-টুয়েন্টিতে মুস্তাফিজুর রহমানের জায়গায় দলে ঢুকেন তাসকিন আহমেদ, তিনি ব্যাটিং করেন বাঁহাতে। লিটনের জায়গায় শামীম হোসেনের অভিষেক হয়। তিনিও বাঁহাতি ব্যাটসম্যান। ৮ বাঁহাতি ব্যাটসম্যান খেলিয়ে রেকর্ড গড়ে বাংলাদেশ। আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এক ম্যাচে সেটাই ছিল সর্বোচ্চ বাঁহাতি ব্যাটসম্যান খেলানোর কীর্তি।
রোববার হারারে স্পোর্টস ক্লাব মাঠে সিরিজের তৃতীয় ও শেষ টি-টুয়েন্টিতে নিজেদের রেকর্ড ভেঙে দিল বাংলাদেশ। মেহেদি হাসানের জায়গায় নাসুম আহমেদ নাম লেখাণে দলে। বাংলাদেশের একাদশে বাঁহাতি ব্যাটসম্যান ৯ জন। মোহাম্মদ সাইফ উদ্দিন ব্যাট করেন বাঁহাতে। দুই তরুণ আফিফ হোসেন ও শামীম ডানহাতি অফ স্পিনের পাশাপাশি ব্যাটিং করেন বাঁহাতেই।
শেষ ম্যাচে ডানহাতি ব্যাটসম্যান শুধু অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।
তৃতীয় টি-টুয়েন্টির বাংলাদেশ দল-
নাঈম শেখ, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শামীম হোসেন পাটোয়ারি, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ ও নাসুম আহমেদ।
Discussion about this post