শিরোনাম দেখে কি চমকে উঠলেন? সেটাই তো স্বাভাবিক। এতো চটজলদি কোন আন্তর্জাতিক সিরিজ হয়েছে কীনা সন্দেহ। সেটাই করোনাকালে দেখা যাবে ভারতীয় ক্রিকেটে।
আসছে ২৯ এপ্রিল ঢাকায় আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল। যেখানে তারা স্বাগতিকদের সঙ্গে খেলবে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ। অজিদের সঙ্গে বাংলাদেশের প্রথম ম্যাচটি হবে ৩ আগস্ট। পরের চারটি ম্যাচ যথাক্রমে ৪, ৬, ৭ ও ৯ আগস্ট। ৭ দিনে পাঁচটি টি-টুয়েন্টি ম্যাচে লড়বে বাংলাদেশ-অস্ট্রেলিয়া।
তার আগে বৃহস্পতিবার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। দিবারাত্রির প্রতিটি ম্যাচ হবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। ম্যাচ পাঁচটি কখন শুরু হবে সেটি এখনও চূড়ান্ত হয়নি।
ওয়েস্ট ইন্ডিজ সফর শেষে সেখান থেকে চার্টাড বিমানে ঢাকা এসে পৌঁছবে অজিরা। ঢাকায় এসে তিনদিনের রুম কোয়ারেন্টাইন, হোটেল সোনারগাঁওয়ে। তারপর ১ আগস্ট মিরপুরে প্রথম অনুশীলনে নামবে অজিরা।
অস্ট্রেলিয়া শেষবার ২০১৭ সালে এসেছিল বাংলাদেশে। সেবার দুই টেস্ট খেলেছিল তারা। এবার দলে তারকা ক্রিকেটার কম। নেই স্টিভেন স্মিথ, ডেভিড ওয়ার্নার, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স।
বাংলাদেশ সফরের অস্ট্রেলিয়া দল-
অ্যারন ফিঞ্চ, অ্যাস্টন অ্যাগার, ওয়েস অ্যাগার, জেসন বেহানডর্ফ, অ্যালেক্স ক্যারি, ড্যানিয়েল ক্রিস্টিয়ান, নাথান অ্যালিস (রিজার্ভ), জস হ্যাজেলউড, মোয়াসেস হেনরিকস, মিচেল মার্শ, মিচেল স্টার্ক, বেন ম্যাকডারমট, রিলে মেরিডিথ, জশ ফিলিপে, তানভীর সাঙ্গা (রিজার্ভ), মিচেল সুয়েপসন, অ্যাস্টন টার্নার, অ্যান্ড্রু টাই, ম্যাথু ওয়েড ও অ্যাডাম জাম্পা।
Discussion about this post