ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
আন্তর্জাতিক ম্যাচ মানেই সাকিব আল হাসানের ম্যাজিক। জিম্বাবুয়ের বিপক্ষে ওয়ানডে সিরিজেও তার ব্যাতিক্রম হচ্ছে না। শুক্রবার হারারেতে সিরিজের প্রথম ওয়ানডেতেই বল হাতে চমক দেখালেন এই বাঁহাতি স্পিনার। গড়লেন দুটি অনন্য রেকর্ড।
যেখানে এক রেকর্ডে তিনি পেছনে ফেললেন মাশরাফি বিন মুর্তজাকে। আরেকটিতে এখন রেকর্ডেরই চূড়ায় সাকিব। ওয়ানডেতে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি এখন এই অলরাউন্ডারই। দেশে হয়ে এখন সবচেয়ে বেশি ওয়ানডে উইকেট সাকিবের।
সাকিব এবার ২৬৯ উইকেট নিয়ে শুরু করেন সিরিজ। এর আগে বাংলাদেশের হয়ে মাশরাফির উইকেটও ছিল ২৬৯টি। শুক্রবার জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেলরকে আউট ম্যাশকে টপকে যান সাকিব। দেশের হয়ে ২৬৯ উইকেট হলেও মাশরাফির একটি উইকেট এশিয়া একাদশের হয়ে। ওয়ানডে ক্যারিয়ারে ২৭০ উইকেট মাশরাফির। সেটিও এবার টপকে গেলেন সাকিব। রায়ান বার্লকে আউট করে ওয়ানডেতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ উইকেট শিকারি এখন তিনি।
বাঁহাতি স্পিনার আব্দুর রাজ্জাকের শিকার ২০৭ উইকেট। ১২৯ উইকেট নিয়ে এরপরই রুবেল হোসেন। মুস্তাফিজুর রহমান পাঁচে (১২৪ উইকেট)।
ইতিহাস জানাচ্ছে, বাঁহাতি স্পিনে সাকিবের চেয়ে বেশি উইকেট আছে ওয়ানডেতে ড্যানিয়েল ভেটোরির উইকেট ৩০৫টি, সনাৎ জয়াসুরিয়ার ৩২৩টি। ঠিকঠাক মতো ক্যারিয়ার শেষ করতে পারলে তাদেরও হয়তো টপকে যাবেন সাকিব।
Discussion about this post