২২০ রানের বড় এক জয়! সেই তৃপ্তি নিয়েই জিম্বাবুয়ে থেকে ফিরছেন মুমিনুল হক। সঙ্গে আরও ৬ ক্রিকেটার। যাদের টেস্ট সিরিজের সঙ্গেই শেষ মিশন। এবার বাংলাদেশ দল স্বাগতিকদের সঙ্গে খেলবে ওয়ানডে আর টি-টুয়েন্টি সিরিজ। এবার হারেরেতে ১৬, ১৮ ও ২০ জুলাই হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। একই মাঠে ২৩, ২৫ ও ২৭ জুলাই হবে টি-টুয়েন্টি ম্যাচ।
টেস্ট মিশন শেষে দ্রুত ব্যাগ ভর্তি করে প্রস্তুত হতে হয়েছে ৭ ক্রিকেটারকে। মুমিনুল হক, সাইফ হাসান, সাদমান ইসলাম, এবাদত হোসেন, ইয়াসির আলী রাব্বি, নাইম হাসান ও আবু জায়েদ রাহি। রোববার হারারে সময় ভোর ৪টায় টিম হোটেল থেকে হারারে এয়ারপোর্টের পথ ধরেন।
হারারে থেকে মুমিনুলদের আপাতত গন্তব্য দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ। প্রায় আড়াই ঘন্টার বিমান ভ্রমণ শেষে জোহানেসবার্গ ঘন্টা তিনেকের যাত্রা বিরতি। এরপরই কাতার এয়ারওয়েজে সরাসরি দোহা হয়ে তারা আসবেন রাজধানী ঢাকা।
বিমান যাত্রার সবকিছু ঠিক থাকলে ১৩ জুলাই মানে মঙ্গলবার সকালে মুমিনুলরা পা রাখবেন ঢাকায়। সঙ্গে থাকবে টেস্ট জয়ের তৃপ্তি।
Discussion about this post