ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
হারারে টেস্টের পঞ্চম দিনের শুরুতে যখন সতীর্থরা মাহমুদউল্লাহ রিয়াদকে গার্ড অব অনার দেন, তখনই নিশ্চিত হওয়া গিয়েছিল সাদা পোশাককে বিদায় বলছেন। নিজের শেষ ম্যাচটিতে দারুণ ব্যাটিং করেছেন দলের বিপদের মুহূর্তে। ক্যারিয়ার সেরা ইনিংস খেলে জিতেছেন ম্যাচ সেরার পুরস্কার। এ সময় তিনি বলেন, সব সময় দলের একজন হতে পছন্দ করেন।
পুরস্কার গ্রহণের সময় রিয়াদ বলেন, ‘আমি সবসময়ই দলে থাকতে পছন্দ করি। আমরা ম্যাচ জিতেছি এবং আমার দলের সদস্যের মুখে হাসি দেখে খুবই ভালো লাগছে।’
জিম্বাবুয়ের বিপক্ষ প্রথম ইনিংসে লিটন দাসের সাথে ১৩৮ রানের জুটি গড়েছিলেন রিয়াদ। তারপরে তাসকিন আহমেদের সাথে গড়েছিলেন ১৯১ রানের জুটি। নিজে খেলেছেন ১৫০ রানের অপরাজিত ইনিংস, যা তার ক্যারিয়ার সেরা ইনিংস। ম্যাচ শেষে লিটনের ব্যাটিংয়ের প্রশংসা করেন রিয়াদ। তাসকিনের সাথে ব্যাটিং উপভোগ করেছেন বলেও জানান, ‘লিটন খুবই ভালো ব্যাটিং করেছে। তার ব্যাটিং করা দেখতেও ভালো লাগে। আমি আর তাসকিন ক্রিজে অনেক উপভোগ করে খেলেছি। অবশ্য সে এক সময়ে ধৈর্য হারিয়েছিল। ওই সময়ের চাপটা আমাদেরকে সামলাতেই হতো। আমি শুধু চেষ্টা করেছি আমার মূল কাজটা করে যাওয়ার এবং যখনই সুযোগ এসেছে রান বের করেছি।’
প্রসঙ্গত, রিয়াদের অপরাজিত ১৫০ রানের সুবাদে জিম্বাবুয়েতে প্রথমবার টেস্ট জিতল বাংলাদেশ।
Discussion about this post