ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
দুঃসময়ে ছিলেন তিনি। ব্যাটে রান ছিল না। সবশেষ ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগেও চোটের কারণে খেলা হয়নি তার। নির্বাচকরা অনেকটা ঝুঁকি নিয়েছিলেন তাকে দলে রেখে। আর সুযোগ পেয়ে অবশ্য দারুণ কাজে লাগালেন লিটন দাস। আরেকটু হলে তো ক্যারিয়ারের প্রথম শতরানটাও পেয়ে যাচ্ছিলেন এই ব্যাটসম্যান। বুধবার হারারে টেস্টে প্রথম দিনে অবশ্য আক্ষেপ ছড়িয়ে মাঠ ছাড়লেন বাংলাদেশের এই ব্যাটসম্যান।
হারারে স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ টস জিতে প্রথমে ব্যাট করতে নামে। কিন্তু শুরুতেই উইকেট হারিয়ে দল যখন চাপে তখন প্রতিরোধ গড়েন লিটন। বিপর্যয়ে মাথা উঁচু করে হাল ধরেন তিনি। এভাবেই একসঙ্গে হাতছানি দিচ্ছিল দুটি মাইলফলক। নিজের টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি পেয়েও পেলেন না। ৫ রানের জন্য হলো না। ৯৫ রানে ফিরে যান তিনি।
এদিন লিটন শুরু থেকেই খেলছিলেন দেখেশুনে। মাহমুদউল্লাহ অনেকটা সময় উইকেট ধরে রেখে শুধু সঙ্গ দিয়েছেন লিটনকে। জিম্বাবুয়ে যখন অপেক্ষা করছে দ্বিতীয় নতুন বলের, তখনই লিটন আউট। তিনি বিদায় নেন ১৪৭ বলে ১৩ চারে ৯৫ করে।
হতাশার এটাই-শতরান মিলল না। টেস্ট ক্যারিয়ারের ২৫ টেস্টে ৯ বার ফিফটি পেরিয়ে এখনও সেঞ্চুরি পেলেন না এই টপ অর্ডার ব্যাটসম্যান। এর আগে একবার আউট হন ৯৪ রানে। লিটনের হাশার দিনে বুধবার হারারে টেস্টের প্রথম দিনে জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের ৮ উইকেটে হারিয়ে তুলেছে ২৯৪ রান।
এদিন আলোকস্বল্পতায় খেলা শেষ হয় ৭ ওভার আগে। যদিও আরও আগেই শেষ হতে যাচ্ছিল টাইগারদের ১ম ইনিংস। ১৩২ রানে ৬ উইকেট হারানোর পর শেষ অব্দি দিনটা খারাপ যায়নি। ১৬ মাস পর টেস্টে ফেরা মাহমুদউল্লাহ রিয়াদ দিনশেষে ৫৪ রানে অপরাজিত। তার সঙ্গে ১৩ রানে অপরাজিত তাসকিন আহমেদ।
Discussion about this post