ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাকালে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) কেন্দ্রীয় চুক্তিতে প্রকাশ পেয়েছে। ২০২১-২২ মৌসুমের জন্য পুরুষ দলের চুক্তিবদ্ধ খেলোয়াড়দের তালিকা শুক্রবার প্রকাশ করে পিসিবি। ফের বোর্ডের চুক্তিতে ফিরেছেন হাসান আলি। গত বছরের চুক্তিতে বাদ পড়া এই পেসার রয়েছেন ১৩ লাখ ৭৫ হাজার রুপির ‘এ’ ক্যাটাগরিতে। আরও আছেন অধিনায়ক বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান ও শাহিন শাহ আফ্রিদি।
চুক্তি থেকে বাদ পড়েছেন-মোহাম্মদ আব্বাস, আসাদ শফিক, ইমাদ ওয়াসিম, শান মাসুদ, উসমান শিনওয়ারি, ইফতিখার আহমেদ, হারিস সোহাইল, নাসিম শাহ, হায়দার আলি।
২০২১-২২ মৌসুমের জন্য পিসিবির চুক্তিবদ্ধ ক্রিকেটারদের তালিকা
# ‘এ’ ক্যাটাগরি (১৩ লাখ ৭৫ হাজার পাকিস্তানি রুপি): বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, হাসান আলি ও শাহিন শাহ আফ্রিদি।
# ‘বি’ ক্যাটাগরি (৯ লাখ ৩৭ হাজার ৫০০ পাকিস্তানি রুপি): আজহার আলি, ফাহিম আশরাফ, ফখর জামান, ফাওয়াদ আলম, শাদাব খান ও ইয়াসির শাহ।
# ‘সি’ ক্যাটাগরি (৬ লাখ ৮৭ হাজার ৫০০ পাকিস্তানি রুপি): আবিদ আলি, ইমাম-উল-হক, হারিস রউফ, মোহাম্মদ হাসনাইন, মোহাম্মদ নওয়াজ, নাওমান আলি ও সরফরাজ আহমেদ।
# ইমার্জিং ক্যাটাগরি: ইমরান বাট, শাহনওয়াজ দাহানি ও উসমান কাদির।
Discussion about this post