ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
ঘরের মাঠে কিছুতেই শ্রীলঙ্কাকে পাত্তা দিচ্ছে না ইংল্যান্ড। সে ধারাবাহিকতা ধরে রেখে টি-টোয়েন্টি সিরিজের পর ওয়ানডে সিরিজও জিতে নিলো দলটি।
স্যাম কারান ও ডেভিড উইলির বোলিং নৈপুণ্যে ৮ উইকেটে জিতেছে ইংল্যান্ড। বৃহস্পতিবার বাংলাদেশ সময় রাতে জেসন রয়, জো রুট ও মরগানের ফিফটিতে ২৪২ রানের লক্ষ্য স্বাগতিকরা পেরিয়ে যায় ৪২ বল বাকি থাকতে।
ইংল্যান্ডের জয়ের নায়ক স্যাম কারান ৪৮ রানে নেন ৫ উইকেট। অন্যদিকে উইলি ৬৪ রানে নেন ৪ উইকেট।
বৃহস্পতিবার টস হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কার শুরুটা ভাল হয়নি। স্যাম কারান দ্রুতই ফিরিয়ে দেন কুসল পেরেরা, আভিশকা ফার্নান্দো ও নিসানকাকে। এদিকে উইলির শর্ট বলে শর্ট মিড উইকেটে ক্যাচ দিয়ে বিদায় নেন চারিথ আসালঙ্কা।
সাত ওভারের মধ্যে চার ব্যাটসম্যানকে হারানো লঙ্কানদের অবশ্য পথ দেখান চোট কাটিয়ে ফেরা ধনাঞ্জয়া। প্রথমে ভানিন্দু হাসারাঙ্গার সঙ্গে গড়েন ৬৫ রানের জুটি। ৪৯ বলে ২৬ রান করে স্যাম কারানের চতুর্থ শিকার হয়ে ফেরেন হাসারাঙ্গা।
এরপর শানাকার সঙ্গে আরেকটি পঞ্চাশোর্ধ (৭৮) জুটির পথে ধনাঞ্জয়া ফিফটি পূরণ করেন ৫৮ বলে। প্রথম ওয়ানডে সেঞ্চুরির পথেই ছিলেন তিনি। কিন্তু উইলির শর্ট বল পুল করার চেষ্টায় ডিপ স্কয়ার লেগে ধরা পড়েন ৯১ রানে। ঠিক ৯১ বলেই ১৩ চারে সাজানো তার ইনিংসটি।
দলের স্কোর দুইশ পার করে বিদায় নেন শানাকা। ৬৭ বলে ২ চার ও একটি ছক্কায় করেন ৪৭ রান। এরপর লেজের ব্যাটসম্যানের দৃঢ়তায় ২৪১ পর্যন্ত যেতে পারে সফরকারীরা। চামিকা করুনারত্নেকে ফিরিয়ে স্যাম কারান পূর্ণ করেন ৫ উইকেট।
সহজ লক্ষ্য তাড়ায় জেসন রয় ও জনি বেয়ারস্টোর ব্যাটে দারুণ সূচনা পায় ইংল্যান্ড। শেষ পর্যন্ত বেয়ারস্টো বোল্ড হলে ভাঙে ৭৬ রানের জুটি। ৩৬ বলে ৩ চার ও একটি ছক্কায় তিনি করেন ২৯ রান। এদিকে রয় ফিফটি তুলে নেন ৪৭ বলে। এরপর বেশিদূর এগোতে পারেননি। ধনাঞ্জয়ার দারুণ ক্যাচে বিদায় নেন ৬০ রানে। তার ৫২ বলের ইনিংস গড়া ১০টি চারে।
রয় ফিরলেও জিততে কোন সমস্যা হয়নি ইংল্যান্ডে। তৃতীয় উইকেটে ১৪০ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাকি কাজটা সহজেই সারেন মরগান ও রুট। পরপর দুই ম্যাচেই অপরাজিত ফিফটিতে দলের জয় নিয়ে ফেরেন রুট। প্রথম ম্যাচে ৭৯ রানের পর এবার করেন ৬৮। ৮৭ বলে ৫ চারে সাজানো তার ইনিংস। প্রথমটিতে দুই অঙ্কে যেতে ব্যর্থ মর্গ্যান এবার ৮৩ বলে ৮ চার ও এক ছক্কায় অপরাজিত ৭৫ রানে।
সফরে টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশড হওয়া শ্রীলঙ্কার সামনে এবার ওয়ানডেতে এই তেতো স্বাদ এড়ানোর চ্যালেঞ্জ। আগামী রোববার ব্রিস্টলে হবে তৃতীয় ও শেষ ওয়ানডে।
সংক্ষিপ্ত স্কোর:
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৪১/৯ (নিসানকা ৫, পেরেরা ০, আভিশকা ২, ধনাঞ্জয়া ৯১, আসালঙ্কা ৩, হাসারাঙ্গা ২৬, শানাকা ৪৭, চামিকা ২১, বিনুরা ১৭, চামিরা ১৪*, আসিথা ১*; উইলি ১০-১-৬৪-৪, স্যাম কারান ১০-১-৪৮-৫, টম কারান ১০-০-৪৩-০, উড ১০-১-৩৫-০, রশিদ ১০-০-৫০-০)
ইংল্যান্ড: ৪৩ ওভারে ২৪৪/২ (রয় ৬০, বেয়ারস্টো ২৯, রুট ৬৮*, মর্গ্যান ৭৫*; চামিরা ৯-০-৪৬-০, বিনুরা ৯-০-৫৩-০, আসিথা ১০-০-৫৪-০, হাসারাঙ্গা ৭-০-৪৬-১, চামিকা ৬-০-৪৬-১, ধনাঞ্জয়া ২-০-১০-০)
ফল: ইংল্যান্ড ৮ উইকেটে জয়ী
সিরিজ: তিন ম্যাচ সিরিজের ২-০ তে এগিয়ে ইংল্যান্ড
ম্যাচ সেরা: স্যাম কারান।
Discussion about this post