ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
বাবা, দুই অক্ষরের একটি শব্দ। এক গভীর শ্রদ্ধা জড়ানো অনুরণন! সন্তানকে যিনি বটবৃক্ষের মতো ছায়া দিয়ে বড় করে তোলেন। যিনি আদর-শাসনে সন্তানের জন্য জীবনটা উৎসর্গ করে যান। জুন মাসের তৃতীয় রোববার আজ সেই বিশ্ব বাবা দিবস। অন্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে এই দিবস। বিশেষ করে ফেসবুকে থাকছে সন্তানের শ্রদ্ধাঞ্জলী, ভালবাসার গল্প। বাবাকে সবাই স্মরণ করছেন। ভালবাসা জানাচ্ছেন। ক্রিকেটার মুশফিকুর রহিমও বাবা দিবসে জানালেন তার মনের কথা।
রোববার জাতীয় দলের এই তারকা ক্রিকেটার নিজের অফিসিয়াল ফেসবুক পেজে বাবাকে নিয়ে দিয়েছেন একটি স্ট্যাটাস। যেখানে বাবার সঙ্গে একটি ছবি পোস্ট করেন মুশফিকুর রহিম। শুধু নিজ বাবাকেই নয়, জানিয়েছেন সকল বাবাদের শুভেচ্ছা।
মুশফিক তার স্ট্যাটাসে লিখেছেন, ‘মিরপুর, গ্যাবা কিংবা লর্ডস, আমার সুপারহিরো বাবা সব সময় আমাকে ও বাংলাদেশ দলকে সমর্থন করতে উপস্থিত থাকেন। উনার দোয়া সব সময় দেশের হয়ে ভালো করতে অনুপ্রাণিত করে আমাকে। বাবা তোমাকে অনেক ভালোবাসি। সারাবিশ্বের সকল বাবাদেরকে বাবা দিবসের শুভেচ্ছা।’
সময়ের পথ ধরে মুশফিক নিজেও এখন একজন বাবা। তার ঘরে পুত্র সন্তান। যে কীনা এখন হাঁটতেও শিখেছে। ঢাকা লিগ শুরুর আগে মিরপুরের শেরেবাংলায়ও দেখা গেছে মুশফিক পুত্র মায়ানকে। মুশি এখন ব্যস্ত ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে। খেলছেন আবাহনী লিমিটেডের হয়ে। লম্বা সময় ক্রিকেট খেলে ক্লান্ত মুশফিক জিম্বাবুয়ে সফরে টি-টুয়েন্টি থেকে ছুটি চেয়েছেন।
Discussion about this post