সামনে ১৮ জুন শুরু আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। প্রথমবারের মতো হতে যাওয়া এই ফাইনালে লড়বে ভারত ও নিউজিল্যান্ড। এর আগে জানা গেল প্রতিযোগিতাটির প্রাইজমানি। আইসিসি জানিয়েছে, টেস্ট চ্যাম্পিয়নশিপে কোন দল কত টাকা পাবে।
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয়ী দলের জন্য পাবে ১৬ লাখ ডলার। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৩ কোটি ৫৭ লাখ টাকা। সঙ্গে আকর্ষণীয় ট্রফি তো থাকছেই। রানার্স-আপ দল পাবে এর অর্ধেক অর্থ পুরস্কার। ভারত-নিউজিল্যান্ডের মধ্যে একটি দল পাবে কমপক্ষে ৮ লাখ ডলার। যা প্রায় ৬ কোটি সাড়ে ৭৮ লাখ টাকা।
ম্যাচটি ড্র হলে মোট ২৪ লাখ ডলার ভাগ করা হবে দুই দলের মধ্যে। তখন ভারত ও নিউজিল্যান্ড দুই দলই পাবে ১২ লাখ ডলার করে। টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে থেকে শেষ করা অস্ট্রেলিয়া পাচ্ছে সাড়ে চার লাখ ডলার। মানে প্রায় ৩ কোটি ৮২ লাখ টাকা। চতুর্থস্থানে থাকা ইংল্যান্ড পাবে সাড়ে তিন লাখ ডলার। মানে প্রায় ২ কোটি ৯৭ লাখ টাকা। পঞ্চম স্থানে থাকা পাকিস্তান পাবে ২ লাখ ডলার। বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ কোটি ৭০ লাখ টাকা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শেষ চার দল-দক্ষিণ আফ্রিকা, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা ও বাংলাদেশ। প্রত্যেক দল পাবে এক লাখ ডলার করে। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৮৪ লাখ ৮০ হাজার টাকা। টেস্ট চ্যাম্পিয়নশিপে ৭ ম্যাচে ৬টিতেই হেরেছে বাংলাদেশ। একটি ম্যাচ ড্র।
Discussion about this post