ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
শাস্তি মেনে নিয়েছেন সাকিব আল হাসান। ঢাকা প্রিমিয়ার লিগে (ডিপিএল) আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে মেজাজ ধরে রাখতে না পারায় ৩ ম্যাচ নিষিদ্ধ ও পাঁচ লাখ টাকা জরিমানা করা হয় মোহামেডানের অধিনায়ককে। নিষেধাজ্ঞার বিরুদ্ধে শনিবারই আপিল করেছে মোহামেডান স্পোর্টিং ক্লাব।
আম্পায়ারিং ইস্যু নিয়ে ক্রিকেট কমিটি অফ ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম) জানায় তারা ক্লাব ও অধিনায়কদের সঙ্গে আলোচনায় বসবে।এরপরই গত রোববার মোহামেডান আনুষ্ঠানিক জানায় সোমবার সংবাদ সম্মেলন করবে তারা। সংবাদ সম্মেলনে ক্লাব প্রাঙ্গণে সোমবার বেলা ৩টায় হওয়ার কথা ছিল। কিন্তু এদিনই ক্লাব কর্তৃপক্ষ জানায় অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি বাতিল করা হয়েছে।
মোহামেডানের পরিচালক ও ক্রিকেট কমিটির সভাপতি মাসুদুজ্জামানের পক্ষ থেকে জানানো হয় সংবাদ সম্মেলনটি সোমবার হচ্ছে না। ক্লাব ও খেলোয়াড়ের সঙ্গে আলোচনা করে পরবর্তী তারিখ দ্রুত জানানো হবে। সাকিব ঈস্যুতে আয়োজিত এই সংবাদ সম্মেলনটি হচ্ছে না।
সাকিব নিষিদ্ধ হওয়ার পর ডিপিএলে নিজেদের প্রথম ম্যাচ জয় পেয়েছে মোহামেডান। ভারপ্রাপ্ত অধিনায়ক শুভাগত হোমের নেতৃত্বে ওল্ড ডিওএইচএস ক্লাবকে বৃষ্টি আইনে ৫ রানে হারায় মোহামেডান।
গত শুক্রবার দুপুরে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী লিমিটেডের বিপক্ষে ম্যাচে তিন দফায় বিতর্কিত ঘটনার জন্ম দেন সাকিব। প্রথমবার লাথি মারেন স্টাম্পে, এরপর স্টাম্প তুলে আছাড় মারেন। আবাহনীর ড্রেসিং রুম বা গ্যালারির দিকে দৃষ্টিকটু ইঙ্গিত করেন। তখন অবশ্য তার দিতে তেড়ে আসেন আবাহনী কোচ খালেদ মাহমুদ। জবাব দেন সাকিব নিজেও!
Discussion about this post