পথ খুঁজে পেয়েছে লিজেন্ডস অব রূপগঞ্জ। একইসঙ্গে অপ্রতিরোধ্য হয়ে উঠেছে সাবেক চ্যাম্পিয়নরা। এবার তাদের সামনে উড়ে গেলো সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব। আগের ম্যাচে লিজেন্ডসরা হারিয়েছিল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে। সেই ছন্দ ধরে রেখে দল পেলো আরেকটি জয়!
বৃহস্পতিবার মিরপুরের শেরেবাংলায় মোহামেডান ব্যাটসম্যানদের নিয়ে খেললেন রূপগঞ্জের বোলাররা। মোহামেডানের ইনিংস থামে ১১৩ রানে।এরপর সাফল্য পেলেন দলটির ব্যাটসম্যানরাও। দল ১ উইকেট হারিয়ে ১৮.১ ওভারে পা রাখে জয়ের বন্দরে। একেই বলে টিম ওয়ার্ক। টানা দুই জয় ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগে।
তবে অবদান বেশি অবশ্যই বোলারদের। মোহামেডানের পতন শুরু হয় ওপেনার মাহমুদুল হাসানকে দিয়ে। কোন রান না করেই ফিরেন তিনি। এরপর সাজঘরমুখী হন পারভেজ হোসেন ইমন, শামসুর রহমান, সাকিব আল হাসান, নাদিফ চৌধুরী ও ইরফান শুক্কুর। সাকিব ফের ব্যর্থ। করতে পারেন নি কোন রান। এনিয়ে চলতি লিগে টানা দুই ম্যাচে শুন্য রানে আউট।
শুভাগতহোম চৌধুরীর ব্যাটেই রক্ষা। না হলে লজ্জায় ডুবতে যাচ্ছিল মোহামেডান। ঢাকার ক্রিকেটে টি-টুয়েন্টি ক্রিকেটে সবচেয়ে কম রানে অলআউট হবার লজ্জায় তাদের ডোবাতে যাচ্ছিল লিজেন্ডস অব রূপগঞ্জ। মাত্র ২৭ রানে মোহামেডান হারায় ৬ উইকেট। শুভাগত সাত নম্বরে নেমে এরপরই খেলেন ৩২ বলে ৫২ রানের দায়িত্বশীল এক ইনিংস। আর মোহামেডান তুলে ৯ উইকেটে ১১৩ রান।
মোহামেডানের পুরো ইনিংসে শুভাগত ছাড়া দু’জন মাত্র ব্যাটসম্যান দুই অংকের দেখা পান। একজন বাঁহাতি ওপেনার পারভেজ হোসেন ইমন (২০ বলে ১০)। আরেকজন পেসার আবু হায়দার রনি (২৫ বলে ১৫)।
সোহাগ গাজী, মোহাম্মদ শহীদ আর নাঈম ইসলামের বোলিংয়ে মোহামেডান ব্যাটিং লাইনআপ তছনছ। কোন রান করতে পারেন নি খোদ অধিনায়ক সাকিব আল হাসান। অন্যদেরও চেপে ধরেন লিজেন্ডসদের বোলাররা। রূপগঞ্জের হয়ে দুটি করে উইকেট নিয়েছেন সোহাগ গাজী, মোহাম্মদ শহীদ ও নাঈম ইসলাম। স্পিনার সোহাগ ৪ ওভারে ৮ রানে ২ উইকেট। ম্যাচসেরা তিনিই। নাঈম ২ ওভারে ৬ রানে নেন ২ উইকেট।
এরপর ব্যাটসম্যানরাও বেশ দক্ষতার সঙ্গে পথ দেখান লিজেন্ডস অব রূপগঞ্জকে। উদ্বোধনী জুটিতেই ৮৯ রান তুলেন মেহেদী হাসান মারুফ ও পিনাক ঘোষ। ৪১ রান করে মারুফ ফিরে যান সাজঘরে। মোহামেডানের অর্জন এটুকুই। তারপর পিনাক ও সাব্বির রহমানের ব্যাটে ১১ বল হাতে রেখে ৯ উইকেটের অনায়াসস জয় পায় লিজেন্ডস অব রূপগঞ্জ।
পিনাক ৫১ বলে ৫১ রানে অপরাজিত। সাব্বিরের ব্যাটে ১৪ রান। রূপগঞ্জ বুঝিয়ে দিলো এবারের প্রিমিয়ার লিগের শুরুটা খারাপ হলেও লড়াইয়ে টিকে থাকতে চায় তারা। ধরে রাখতে চায় ছন্দ!
Discussion about this post