বৃষ্টি আর করোনা শঙ্কা পাশ কাটিয়ে এগিয়ে যাচ্ছে ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লিগ (ডিপিএল)। এরইমধ্যে শেষ পাঁচ রাউন্ডের খেলা। এবার ফরম্যাট বদলে ঘরোয়া এই মর্যাদাপূর্ণ আসর হচ্ছে ২০ ওভারের। পাঁচ রাউন্ড শেষে ডিপিএলের একমাত্র অপরাজিত দল প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব। ৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে ফরহাদ রেজার নেতৃত্বাধীন এই দল। ৩ পয়েন্ট নিয়ে লিজেন্ডস অব রূপগঞ্জ আছে ১০ নম্বরে। সবার নীচে পারটেক্স। যারা হেরেছে প্রতিটিতেই।
চারটি করে ম্যাচ জিতেছে মুশফিকুর রহিমের আবাহনী লিমিটেড ও তামিম ইকবালের প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব। প্রথম তিন ম্যাচ জয়ের পর টানা দুই ম্যাচ হেরে গেছে সাকিব আল হাসানের মোহামেডান স্পোর্টিং ক্লাব।
পাঁচ রাউন্ড শেষে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষে ওল্ড ডিওএইচএস ক্লাবের ওপেনার আনিসুল ইসলাম ইমন। তালিকায় আছেন একই দলের রাকিন আহমেদ। বল হাতে যৌথভাবে শীর্ষে প্রাইম ব্যাংকের মুস্তাফিজুর রহমান ও খেলাঘর সমাজ কল্যাণ সমিতির সৈয়দ খালেদ আহমেদ।
৫ ম্যাচে ৪৬.৫০ গড়ে ১৮৬ রান তুলেছেন ইমন। রাকিন সমান ম্যাচে ১৭০। বল হাতে দাপট মুস্তাফিজুর রহমান ও সৈয়দ খালেদ আহমেদের। দুজনই শিকার করেছেন সমান ১০টি করে উইকেট। দ্য ফিজ একমাত্র বোলার এবারের টুর্নামেন্টে যিনি ম্যাচে নিয়েছেন ৫ উইকেট।
৫ রাউন্ড শেষে সেরা ৫
সর্বোচ্চ রান সংগ্রাহক-
আনিসুল ইসলাম ইমন – ৫ ম্যাচে ১৮৬ রান, সর্বোচ্চ ৬৪
রাকিন আহমেদ – ৫ ম্যাচে ১৭০ রান, সর্বোচ্চ ৪৬
তামিম ইকবাল – ৫ ম্যাচে ১৬৮ রান, সর্বোচ্চ ৪৭
তাসামুল হক – ৫ ম্যাচে ১৫৭ রান, সর্বোচ্চ ৬৫*
মাহমুদুল হাসান জয় – ৫ ম্যাচে ১৫৬ রান, সর্বোচ্চ ৭৮*
সর্বোচ্চ উইকেট শিকারি-
মুস্তাফিজুর রহমান – ৫ ম্যাচে ১০ উইকেট, সেরা ৫/২২
সৈয়দ খালেদ আহমেদ – ৫ ম্যাচে ১০ উইকেট, সেরা ৩/২৪
তানভীর ইসলাম – ৫ ম্যাচে ৯ উইকেট, সেরা ৩/৮
নাঈম হাসান – ৫ ম্যাচে ৮ উইকেট, সেরা ৩/২৪
সাকিব আল হাসান – ৫ ম্যাচে ৮ উইকেট, সেরা ২/১২
Discussion about this post