মনে হচ্ছিল অনায়াসেই জিততে যাচ্ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কিন্তু হঠাৎ করেই বদলে যায় ম্যাচের দৃশ্যপট। ৫ রানের মধ্যে ৪ উইকেট শিকার করে ম্যাচে ফিরে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। কিন্তু শেষ রক্ষা হয়নি। দুর্দান্ত এক ছক্কায় মোহামেডান স্পোর্টিং ক্লাবকে জেতালেন আবু হায়দার রনি।
সোমবার ঢাকা প্রিমিয়ার লিগ টি-টুয়েন্টির উদ্বোধনী দিনে উত্তেজনা ছড়ানো এই ম্যাচে ৩ উইকেটে জিতল মোহামেডান। সাভারের বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) এই ম্যাচে জয়ের নায়ক অবশ্য সাকিব আল হাসান। ৫ বছর পর প্রিমিয়ার লিগে ফিরেই সেই দাপুটে সাকিব। ব্যাটে-বলে দারুণ দাপট তার।
সাকিব এবার নেতৃত্ব দিয়েই ফিরলেন। ৪ ওভারে ২৯ রানে তুলে নেন ২ উইকেট। এরপর ব্যাট হাতে ২২ বলে ২৯ রান করেন অধিনায়ক। প্রিমিয়ার লিগে ফেরার ম্যাচে অলরাউন্ড নৈপুণ্যে সাকিব হলেন ম্যাচ সেরা।
অবশ্য রনি শেষে ছক্কা না হাঁকালে দল পড়তো বিপাকে। জয়ের জন্য মোহামেডানের শেষ ওভারে দরকার ছিল ৬ রান। মৃত্যুঞ্জয় চৌধুরী প্রথম ৪ বলে দেন ৩ রান। পঞ্চম বলটি ছিল লেগ স্টাম্পে থাকতেই ফ্লিক করে ছক্কায় হাঁকান আবু হায়দার রনি। উল্লাসে ফেটে পড়ে মোহামেডান শিবির।
সংক্ষিপ্ত স্কোর-
শাইন পুকুর ক্রিকেট ক্লাব: ২০ ওভারে ১২৫/৬ (তানজিদ ৩০, সাব্বির ১০, রবিউল ২৫, হৃদয় ১, মাহিদুল ২০, মৃতুঞ্জয় ০, সাজিদুল ১২*, সুমন ২৩*; সাকিব ৪-০-২৯-২, শুভাগত ১-০-৫-০, আবু জায়েদ ৪-০-১৬-১, আবু হায়দার ৪-০-২৭-১, আসিফ ৩-০-২৩-১, ইয়াসিন ৪-০-২৪-২)।
মোহামেডান স্পোর্টিং ক্লাব: ১৯.৫ ওভারে ১২৯/৭ (অভিষেক ১, পারভেজ ৩৯, শামসুর ২৪, সাকিব ২৯, নাদিফ ১৯, ইরফান ১, শুভাগত ১, আবু হায়দার রনি ৮*, ইয়াসিন ৩*; রবিউল ৩-০-১২-১, সুমন ৪-০-২৭-২, মোহর ৩-০-২৬-১, তানভীর ৪-০-২০-১, মৃত্যুঞ্জয় ২.৫-০-২৪-০, ইখতেখার ৩-০-১৮-১)।
ফল: মোহামেডান ৩ উইকেটে জয়ী
ম্যাচসেরা: সাকিব আল হাসান
Discussion about this post