জ্যৈষ্ঠ মাসে আকাশ অন্ধকার হয়ে আছে। বৃষ্টি ঝরছে অনেক জায়গায়। এরইমধ্যে শুরু হয়ে গেল ওয়ালটন ঢাকা প্রিমিয়ার লিগ। সোমবার প্রথম দিনেই হানা দিয়েছে বৃষ্টি। মিরপুর শেরেবাংলায় বৃষ্টির পর ম্যাচ শেষ করা গেলেও পরিত্যক্ত হয়েছে বিকেএসপির তিন নাম্বার মাঠে হওয়া ওল্ড ডিওএইচএস-রূপগঞ্জের ম্যাচ।
বিকেএসপির ৩ নাম্বার মাঠে টস জিতে ব্যাট করতে নামে ওল্ড ডিওএইচএইস। নির্ধারিত ২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৭১ রান করে ডিওএইচএস। সকালের এই ম্যাচে ডিওএইচএসের পক্ষে ব্যাট হাতে দাপট দেখান মাহমুদুল হাসান জয়;। ৭৮ রানের দুর্দান্ত ইনিংস খেলেন তিনি। এরপর জবাবে মাঠেই নামতে পারেন সাবেক চ্যাম্পিয়ন রূপগঞ্জ।
বৃষ্টির কারণে আর খেলা মাঠে গড়ায়নি। শেষপর্যন্ত পরিত্যক্ত হয় ম্যাচ। পয়েন্ট ভাগাভাগি করল দুই দল।
আনিসুল ইসলাম ইমন-রাকিন আহমেদ বেশ ভাল শুরু এনে দেন ডিওএইচএসকে। ১৯ বলে ২৫ রানে ইমন আউট। তারপরই জয় ৫৫ বলে আসে ৭টি চার ও ২টি ছয়ে ৭৮ রান। ৩টি চার ও ২টি ছয়ে রাকিন ৩৩ বলে ৪৬ রান তুলেন রাকিন আহমেদ।
রুপগঞ্জের বোলারদের মধ্যে ১টি করে উইকেট নেন মোহাম্মদ শহিদ, নাবিল সামাদ ও সাব্বির রহমান।
এদিকে বিকেএসপির ৪ নম্বর মাঠেও বৃষ্টির হানায় খেলা পরিত্যক্ত। যেখানে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাব ও ব্রাদার্স ইউনিয়ন মুখোমুখি হয়। বৃষ্টির আগে টসে জিতে প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের বিপক্ষে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ব্রাদার্স। জুনায়েদ সিদ্দিকির ৫০ বলে ৪৮ ও মিজমার রহমানের ২৩ বলে ৩১ রানে তারা ১৮.৪ ওভারে ৭ উইকেটে তুলে ১২৭।
প্রাইম দোলেশ্বর স্পোর্টিং ক্লাবের কামরুল হাসান রাব্বি ২টি ও মোহাম্মদ শরিফুল্লাহ ২টি করে উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর-
ওল্ড ডিওএইচএস: ২০ ওভারে ১৭১/৪ (আনিসুল ২৫, রাকিন ৪৬, মাহমুদুল ৭৮*, রায়ন ১১, প্রিতম ৮, রকিবুল ২*; শহীদ ৪-০-৩৪-১, নাবিল ৩-০-২৭-১, অনিক ৪-০-৫০-০, মুক্তার ৪-০-২৭-০, সোহাগ ৩-০-২৩-০, সাব্বির ২-০-১০-১)।
ফল: ম্যাচ পরিত্যক্ত।
………………………
সংক্ষিপ্ত স্কোর-
ব্রাদার্স ইউনিয়ন: ১৮.৪ ওভারে ১২৭/৭ (মিজানুর ৩১, জুনায়েদ ৪৮, জসিম ২, মাইশুকুর ১, জাহিদ ১, রাহাতুল ৫, আলাউদ্দিন ২০, শাহজাদা ৫*, সুজন ৫*; শামী, ১-০-১২-০, রাজা ৪-০-২৪-১, শরিফউল্লাহ ৪-০-২৪-২, রাব্বি ৩.৪-০-২৪-২, ফরহাদ ৩-০-১৯-০, এনামুল জুনিয়র ৩-০-২১-১)।
ফল: পরিত্যক্ত।
Discussion about this post