আসছে ৩১ মে শুরু হওয়ার কথা ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। যার প্রস্তুতি শুরু হয়ে গেছে এরইমধ্যে। কিন্তু প্রথম দফায় করোনা পরীক্ষা করাতে গিয়ে শোনা গেল দুঃসংবাদ! বিভিন্ন ক্লাবের খেলোয়াড়সহ ২৬৯ জনের করোনা পরীক্ষা করা হয়েছে। যারমধ্যে ৭ ক্রিকেটারসহ ৯ জনের করোনা শনাক্ত হয়েছে।
এই অতিমারি করোনার কারণেই গত বছরের মার্চে স্থগিত হয়ে যায় ডিপিএল। এরপর প্রায় ১৪ মাস বন্ধ থাকার পর কোভিড ১৯ ঝুঁকি মাথায় নিয়ে ফের শুরু করার পরিকল্পনা করেছে বিসিবি। আগামী ৩১ মে লিগ শুরুর আগে জৈব সুরক্ষা বলয়ে প্রবেশ করবেন দলের ক্রিকেটার-কর্মকর্তারা। এর আগে দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে দুবার করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ হতে হবে।
এ কারণেই গত ২৬ মে ২৬৯ জনের কোভিড পরীক্ষার নমুনা নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ফল আসতেই জানা গেল ৭ ক্রিকেটার ও ২ কর্মকর্তা পজিটিভ। বিসিবি সুত্রে জানা গেছে, বৃহস্পতিবার তাদেরকে আবার টেস্ট করোনা হচ্ছে।
তবে বিসিবি যথা সময়ে তারা ঢাকা প্রিমিয়ার লিগ শুরু করতে চায়। ১২ ক্লাবের অংশগ্রহণে এবার টি-টোয়েন্টি ফরম্যাটে হবে ডিপিএল। ক্লাবগুলো প্রস্তুতি নেওয়া শুরু করে ঈদের পর পর থেকেই। ঢাকার বিভিন্ন মাঠে অনুশীলন করছেন ক্রিকেটাররা। অনেক ক্রিকেটার নিজ থেকেও প্রস্তুত হচ্ছেন লিগের জন্য।
এ অবস্থায় ২৯ মে থেকেই জৈব সুরক্ষা বলয়ে ঢুকবে দলগুলোর ক্রিকেটার ও কর্মকর্তারা। সুরক্ষা বলয়ের জন্য রাজধানীর চারটি হোটেল ঠিক করা হয়েছে। ইন্টারকন্টিনেন্টাল, আমার-ই, ওয়েস্টিন আর ফোর পয়েন্টস বাই শেরাটনে থাকবেন তারা।
Discussion about this post