ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সর্বোচ্চ উইকেট শিকারি হওয়া এখন সাকিব আল হাসানের জন্য সময়ের ব্যাপার মাত্র। এতোদিন একা যে কীর্তি উপভোগ করছিলেন মাশরাফি বিন মর্তুজা এবার তাতে ভাগ বসালেন এই স্পিনার। মঙ্গলবার রাতে শ্রীলঙ্কার বিপক্ষে ২ উইকেট অর্জনের ম্যাচে নিজেকে নিয়ে গেলেন অনন্য এক উচ্চতায়।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ধনাঞ্জয়া ডি সিলভাকে এলবিডব্লু করে একসঙ্গে দুটি বড় রেকর্ড স্পর্শ করেন সাকিব। বাংলাদেশের হয়ে ওয়ানডেতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে মাশরাফির পাশে বসেন। বাংলাদেশের জার্সিতে দুজনই শিকার করেছেন ২৬৯ উইকেট।
ওয়ানডেতে মাশরাফি অবশ্য তুলেছেন ২৭০ উইকেট। এরমধ্যে একটি নিয়েছেন এশিয়া একাদশের হয়ে। মাশরাফি নেই আন্তর্জাতিক ক্রিকেটে।
এই রেকর্ডই নয়, আরেকটি অর্জনে সাকিব পাশে গেলেন ওয়াসিম আকরামের। ওয়ানডেতে এক ভেন্যুতে সবচেয়ে বেশি উইকেট নেওয়ার রেকর্ডে পাকিস্তানের কিংবদন্তির পাশে সাকিব। আকরাম মধ্যপ্রাচ্যের শারজায় ও সাকিব মিরপুরে নেন ১২২টি করে উইকেট। শারজায় ওয়াকার ইউনিস নিয়েছেন ১১৪ উইকেট। মাশরাফির মিরপুরে উইকেট ৯৪টি।
ওয়ানডেতে বাংলাদেশে সেরা ৫ উইকেট শিকারি
বোলার ম্যাচ উইকেট সেরা গড়
মাশরাফি বিন মুর্তজা ২১৮ ২৬৯ ৬/২৬ ৩২.৬৫
সাকিব আল হাসান ২১১ ২৬৯ ৫/২৯ ২৯.৬৯
আবদুর রাজ্জাক ১৫৩ ২০৭ ৫/২৯ ২৯.২৯
রুবেল হোসেন ১০৪ ১২৯ ৬/২৬ ৩৪.৩১
মুস্তাফিজুর রহমান ৬ ৬ ১২৪ ৬/৪৩ ২২.৫৪
Discussion about this post