এবার আর ফ্রাঞ্চাইজি ক্রিকেটের পথে হাঁটছেন না সাকিব আল হাসান। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। একইভাবে মাহমুদউল্লাহ রিয়াদও খেলছেন না এই আয়োজনে। এবার ঢাকা প্রিমিয়ার লিগ নিয়েই ব্যস্ত থাকবেন সাকিব-রিয়াদ।
স্থগিত হওয়া পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ফের মাঠে গড়াচ্ছে। তার আগে টুর্নামেন্টের বাকি অংশ খেলার জন্য ড্রাফট থেকে দল পান বাংলাদেশের দুই অলরাউন্ডার সাকিব ও রিয়াদ। গত মাসে ২০ ম্যাচের জন্য অনুষ্ঠিত রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে সাকিবকে দলে নেয় লাহোর কালান্দার্স। তিনি যাচ্ছেন না। এ কারণে তার জায়গায় তারা ভাল কিল্প পেয়ে গেছে। আফগানিস্তানের বিস্ময়কর লেগ স্পিনার রশিদ খান খেলবেন লাহোরে।
এই মাসে শুরু ঢাকা লিগে খেলবেন এ কারণে পিএসএল থেকে নাম প্রত্যাহার করেছেন রিয়াদ। তার খেলার কথা ছিল মুলতান সুলতানসে। রিয়াদের জায়গায় মিনি রিপ্লেসমেন্ট ড্রাফট থেকে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান শিমরান হেটমায়ারকে দলে নিয়েছে মুলতান।
আগামী ৩১ মে থেকে মাঠে গড়ানোর কথা রয়েছে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের ঢাকা প্রিমিয়ার লিগ। টুর্নামেন্টের দল মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে খেলবেন সাকিব। ঘরোয়া এই টুর্নামেন্টে গাজী গ্রুপের হয়ে খেলবেন মাহমুদউল্লাহ। অস্ট্রেলিয়ার অলরাউন্ডার বেন কাটিং কেলবেন না। তার পরিবর্তে কোয়েটা গ্ল্যাডিয়েটরসে খেলবেন আফগানিস্তানের স্পিনার জহির খান।
ঢাকা লিগ খেলবেন মোহামেডানের হয়ে। দলটির নেতৃত্বে থাকবেন এই তারকা অলরাউন্ডার।
Discussion about this post