ব্রিসবেনের পর অ্যাডিলেড টেস্টেও ভেঙ্গে পড়েছে ইংল্যান্ডের ব্যাটিং লাইন আপ। সিরিজের দ্বিতীয় টেস্টে অস্ট্রেলিয়া প্রথম ইনিংসে দারুণ আয়েশে ৫৭০ রান তুলল। দলের দু’জন সেঞ্চুরি পেলেন। এরপর ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে অলআউট ১৭২ রানে।
এবারও ইংল্যান্ডের আতংকের নাম মিচেল জনসন। ৪০ রানে ৭ উইকেট তুলে নিলেন তিনি। এরপর
তৃতীয় দিন শেষে স্বাগতিক অস্ট্রেলিয়া তুলেছে ৩ উইকেটে ১৩২ রান।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৫৭০/৯ডিক্লে এবং ২য় ইনিংস : ১৩২/৩ (রজার্স ২, ওয়ার্নার ৮৩ ব্যাটিং, ক্লার্ক ২২, স্মিথ ২৩ ব্যাটিং; অ্যান্ডারসন ২/১৯)। ইংল্যান্ড ১ম ইনিংস : ১৭২/১০ (কারবেরি ৬০, রুট ১৫, বেল ৭২*, জনসন ৭/৪০)।
ফের অজিদের দাপট
অ্যাডিলেড টেস্টের দ্বিতীয় দিন ম্যাচের লাগাম অস্ট্রেলিয়ার হাতে। মাইকেল ক্লার্কের ১৪৮ ও ব্রাড হাডিনের ১১৮ রানের সুবাদে অজিরা তাদের ১ম ইনিংস ৯ উইকেটে ৫৭০ রানে ঘোষণা করেছে। জবাবে দিনশেষে সফরকারীরা ব্যাকফুটে। হারিয়েছে ১ উইকেট হারিয়ে তুলেছে ৩৫ রান। উইকেটে আছেন মাইকেল কারবেরি ২০ ও জো রুট ৯ রানে।
অ্যাশেজে গত পাঁচটি টেস্টে এটি ক্লার্কের তৃতীয় সেঞ্চুরি, ক্যারিয়ারে ২৬তম। তাতেই এখন তিনি চলে গেলেন ক্যারিবীয় সাবেক লিজেন্ড স্যার গ্যারফিল্ড সোবার্সের পাশে। ওদিকে হাডিনের এটি চতুর্থ টেস্ট সেঞ্চুরি। দু’জনে ষষ্ঠ উইকেটে জুড়ে দেন ঠিক ২০০ রান। অ্যাডিলেডে টেস্ট ষষ্ঠ উইকেটে এটাই সর্বাধিক রানের নতুন রেকর্ড। ১৯৯০ সালে ইমরান খান ও ওয়াসিম আকরাম অস্ট্রেলিয়ার বিপক্ষে ষষ্ঠ উইকেটে গড়েছিলেন আগের ১৯১ রানের জুটি।
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ৫৭০/৯ ডি. (ক্লার্ক ১৪৮, হাডিন ১১৮, রজার্স ৭২; ব্রড ৩/৯৮, সোয়ান ২/১৫১)। ইংল্যান্ড ১ম ইনিংস : ৩৫/১ (কুক ৩, কারবেরি ২০*, রুট ৯*; জনসন ১/৯)।
(১ম দিনের রিপোর্ট)
ধীরে ব্যাট করছে অজিরা
অ্যাডিলেড টেস্টের প্রথম দিন সেই অস্ট্রেলিয়াকে দেখা গেল না! পুরো দিন ব্যাট করে ৫ উইকেটে ২৭৩ রান করেছে স্বাগতিকরা। অবশ্য ইংল্যান্ডের ফিল্ডাররা ক্যাচ মিসের মহড়া না দিলে মহা বিপর্যয়ে পড়তে পারতো।
অনেকদিন ধরেই ব্যাটে রান পাচ্ছিলেন না শেন ওয়াটসন। বৃহস্পতিবার ৫১ রান করে ফর্মে ফেরার ইঙ্গিত দিলেন তিনি। ৭২ রান করে আউট হন ক্রিস রজার্স। দেশের মাটিতে এটাই তার প্রথম অর্ধশত।
দিন শেষে অধিনায়ক মাইকেল ক্লার্ক অপরাজিত ছিলেন ৪৮ রানে। অবশ্য জীবন পান তিনি। সোয়ানের বলে মিড উইকেটে তার ক্যাচটি ছেড়ে দেন জো রুট। সে সময় ২২ রানে ব্যাট করছিলেন ক্লার্ক। সঙ্গে থাকা ব্রাড হাডিনের রান ৭। অবশ্য প্রান পেয়েছেন তিনিও। তার ক্যাচটি ফেলেন দেন মাইকেল কারবেরি।
অ্যাশেজের প্রথম টেস্টে ৩৮১ রানে জিতে সিরিজে এগিয়ে আছে অস্ট্রেলিয়া
সংক্ষিপ্ত স্কোর
অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ২৭৩/৫ (রজার্স ৭২, ওয়ার্নার ২৯, ওয়াটসন ৫১, ক্লার্ক ৪৮ ব্যাটিং, বেইলি ৫৩, হাডিন ৭ ব্যাটিং; ব্রড ২/৬৩, সোয়ান ১/৫৫, অ্যান্ডারসন ১/৫৬, পানেসার ১/৬৮)।
†di AwR‡`i `vcU
A¨vwW‡jW †U‡÷i wØZxq w`b g¨v‡Pi jvMvg A‡÷ªwjqvi nv‡Z| gvB‡Kj K¬v‡K©i 148 I eªvW nvwW‡bi 118 iv‡bi myev‡` AwRiv Zv‡`i 1g Bwbsm 9 DB‡K‡U 570 iv‡b †NvlYv K‡i‡Q| Rev‡e w`b‡k‡l mdiKvixiv e¨vKdz‡U| nvwi‡q‡Q 1 DB‡KU nvwi‡q Zz‡j‡Q 35 ivb| DB‡K‡U Av‡Qb gvB‡Kj Kvi‡ewi 20 I †Rv i“U 9 iv‡b|
A¨v‡k‡R MZ cuvPwU †U‡÷ GwU K¬v‡K©i Z…Zxq †mÂzwi, K¨vwiqv‡i 26Zg| Zv‡ZB GLb wZwb P‡j †M‡jb K¨vwiexq mv‡eK wj‡RÛ m¨vi M¨viwdì †mvev‡m©i cv‡k| Iw`‡K nvwW‡bi GwU PZz_© †U÷ †mÂzwi| `yÕR‡b lô DB‡K‡U Ry‡o †`b wVK 200 ivb| A¨vwW‡j‡W †U÷ lô DB‡K‡U GUvB me©vwaK iv‡bi bZzb †iKW©| 1990 mv‡j Bgivb Lvb I Iqvwmg AvKivg A‡÷ªwjqvi wec‡¶ lô DB‡K‡U M‡owQ‡jb Av‡Mi 191 iv‡bi RywU|
msw¶ß †¯‹vi
A‡÷ªwjqv 1g Bwbsm : 570/9 wW. (K¬vK© 148, nvwWb 118, iRvm© 72; eªW 3/98, †mvqvb 2/151)| Bsj¨vÛ 1g Bwbsm : 35/1 (KzK 3, Kvi‡ewi 20*, i“U 9*; Rbmb 1/9)|
Discussion about this post