এবারের মর্যাদার অ্যাশেজ হবে অস্ট্রেলিয়ার মাঠে। জানিয়ে দেওয়া হল সূচি। অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের মধ্যে এই পুরোনা দ্বৈরথে ২৬ বছরে প্রথমবারের জন্য শেষ ম্যাচ হবে না সিডনিতে। ব্রিসবেনের গাব্বায় সিরিজের প্রথম টেস্ট। ৮ ডিসেম্বর থেকে শুরু হবে অ্যাশেজ।
দ্বিতীয় টেস্ট হবে গোলাপি বলে। দিন রাতের সেই ম্যাচ শুরু ১৬ ডিসেম্বর, অ্যাডিলেডে। বক্সিংডে টেস্ট মেলবোর্নে। সিডনিতে খেলা চতুর্থ টেস্ট। শেষ টেস্ট হবে পার্থে। এরপরই মেয়েদের সিরিজ শুরু ২৭ জানুয়ারি। টেস্ট ম্যাচ দিয়ে শুরু তাদের সিরিজ।
তবে খবর হলআ-ইংল্যান্ডের বিপক্ষে ঐতিহ্যের মহারণে ২৬ বছরের পরম্পরা বদলে ফেলল অজিরা। প্রথমবার অ্যাশেজের ফাইনাল টেস্ট অনুষ্ঠিত হবে না সিডনিতে ক্রিকেট গ্রাউন্ডে। তার বদলে এই ম্যাচ হবে পার্থে। অজিরা যদি অ্যাশেজ জিততে পারে, তাহলে টিম পেইন প্রথম অজি অধিনায়ক হিসেবে পার্থে হাতে নেবেন অ্যাশেজ ট্রফি!
অ্যাশেজের সূচি:
প্রথম টেস্ট : ডিসেম্বর ৮-১২, গ্যাবা
দ্বিতীয় টেস্ট : ডিসেম্বর ১৬-২০, অ্যাডিলেড (দিবারাত্রি)
তৃতীয় টেস্ট : ডিসেম্বর ২৬-৩০, মেলবোর্ন
চতুর্থ টেস্ট : জানুয়ারি ৫-৯, সিডনি
পঞ্চম টেস্ট : জানুয়ারি ১৪-১৮, পার্থ
Discussion about this post