এবার ফের শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ। মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম ফিরে পাচ্ছে প্রাণ। করোনা কালে ২৩ মে শুরু তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে। বাংলাদেশ-শ্রীললঙ্কার মধ্যকার ওয়ানডে সিরিজটি দেখা যাবে দেশের দুই স্যাটেলাইট চ্যানেল গাজী টিভি ও টি স্পোর্টসে। আর বাংলাদেশ টেলিভিশনও সরাসরি দেখাবে এই সিরিজের তিনটি ম্যাচ।
মঙ্গলবার মিরপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সম্প্রচার স্বত্ব কিনে নেয়া প্রতিষ্ঠান ব্যানটেক এর সিইও এজিএম সাব্বির। জানান, দুই বছরের বেশি সময়ের জন্য বাংলাদেশের সব হোম সিরিজের স্বত্ব পেয়েছে বিজ্ঞাপনী সংস্থা ব্যানটেক।
সংবাদ সম্মেলনে বিসিবি’র মিডিয়া কমিটির চেয়ারম্যান মোহাম্মদ জালাল ইউনুস বলেন, ‘২০২১ সাল থেকে অক্টোবর ২০২৩ পর্যন্ত ২৮ মাসের মিডিয়া স্বত্বের একটি টেন্ডার ছিল। গতকাল এটা বন্ধ হয়েছে। টেন্ডারের আর্থিক প্রস্তাব খুলেছি আমরা। আমাদের কাছে একটাই প্রস্তাব পড়েছিল-সেটা হচ্ছে ব্যানটেক লিমিটেড। তারা একটি মার্কেটিং এজেন্সি। আজ বোর্ডে এটা সার্কুলার করে বেনটেককে ২৮ মাসের জন্য অনুমোদন দিয়েছি আমরা। খুশি যে ফ্লোর প্রাইস পেয়েছি ও তারা দিয়েছে। ফ্লোর প্রাইস ছিল ১৯ মিলিয়ন ডলার। যা বাংলাদেশি টাকায় ১৬১ কোটি ৫০ লাখ।’
মঙ্গলবার সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন বিসিবি’র সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন ও ব্যানটেকের প্রধান নির্বাহী এজিএম সাব্বির।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের প্রথম ওয়ানডে ২৩ মে। দ্বিতীয় ম্যাচটি ২৫ মে। শেষ ম্যাচটি ২৮ মে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। প্রতিটি ম্যাচই শুরু দুপুর ১ টায়।
Discussion about this post