ভারত থেকে ফিরেই তিনি কাটাচ্ছেন হোটেলবন্দি জীবন। স্বস্তি এটাই সঙ্গে রয়েছেন স্ত্রী। এরমধ্যে হোটেল কোয়ারেন্টাইনে থেকেই দুঃসংবাদ পেলেন। গত রোববার করোনা আক্রান্ত হয়ে মারা গেলেন চেতন সাকারিয়ার বাবা কাঞ্জিভাই সাকারিয়া। এই চেতন রাজস্থান রয়্যালসে দ্য ফিজের সতীর্থ।
কাঞ্জিভাই সাকারিয়ার আইপিএল চলার সময়েই ধরা পড়ে করোনা। ফেব্রুয়ারিতে ভাইয়ের মৃত্যুর দুই মাস পর বাবাকেও হারালেন ভারতের এই উঠতি ক্রিকেটার।
শোকের এই সময়ে সতীর্থকে মানসিক শক্তি দিলেন মুস্তাফিজ। এক টুইট বার্তায় সাকারিয়ার পরিবারের প্রতি সমবেদনা জানান বাংলাদেশি পেসার। লিখেছেন, ‘সাকারিয়ার বাবার মৃত্যুর সংবাদে শোকাচ্ছন্ন। সাকারিয়া ও তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা। শক্ত থাকো ভাই।’
এবারের আইপিএলে সাকারিয়াকে এক কোটি বিশ লাখ রুপিতে দলে নিয়েছে রাজস্থান রয়্যালস। এরপর ২৩ বছর বয়সী এই পেসার বল হাতেও পেয়েছেন সাফল্য। মহেন্দ্র ধোনি, কেএল রাহুল, মায়াংক আগারওয়াল ও আম্বাতি রাইডুদের মতো তারকাদের উইকেট তুলে নিয়েছেন তিনি। কিন্তু আইপিএল স্থগিতের পরই পেলেন আরেক দুঃসংবাদ। এবার বাবাকে হারালেন সাকারিয়া।
এদিকে মুস্তাফিজ ভারত থেকে ফিরে এখন আছেন কোয়ারেন্টাইনে। স্ত্রীকে নিয়ে আছেন রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে। তার ও সাকিব আল হাসানের কোয়ারেন্টাইন কমাতে কাজ করছে বিসিবি।
Discussion about this post