অবশেষে মাঠে নামলেন শ্রীলঙ্কা সফর করে আসা ক্রিকেটাররা। সরকারের নিয়ম অনুযায়ী ১৪ দিনের কোয়ারেন্টাইন করার কথা ছিল তাদের। কিন্তু তাদের জন্য শিথিল হলো আইন। স্বাস্থ্য অধিদপ্তর থেকে বিশেষ অনুমতি পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মাঠে নামলেন মুশফিকুর রহিম, ওপেনার লিটন দাস ও পেসার তাসকিন আহমেদরা। যদিও তাদের ছিল ঐচ্ছিক অনুশীলন।
হেড কোচ রাসেল ডমিঙ্গোও ছিলেন ক্রিকেটারদের সঙ্গে। তার আগে অবশ্য দিতে হয়েছে করোনা টেস্ট। যেখানে শ্রীলঙ্কা থেকে টেস্ট সিরিজ খেলে দেশে আসা ক্রিকেটারদের সবারই করোনা টেস্টের ফল নেগেটিভ। নেগেটিভ এসেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে ফেরা মুস্তাফিজুর রহমান ও সাকিব আল হাসানও।
শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রস্তুতি ক্যাম্পে যোগ দিলেন মুশফিকুর রহিম, তাসকিন আহমেদ, মেহেদী মিরাজসহ টেস্ট দলের সদস্যরা। অবশ্য তামিম ইকবাল ও পেসার শরীফুল ইসলাম যোগ দেননি ক্যাম্পে।
সরকারি নীতিমালা অনুযায়ী ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন করছেন সাকিব-মুস্তাফিজ। সাকিব কোয়ারেন্টিন করছেন রাজধানীর ফোর পয়েন্টস বাই শেরাটন হোটেলে। আর মুস্তাফিজ হোটেল সোনারগাঁওয়ে। তাদের ১৪ দিন কোয়ারেন্টিন করতে হলে ২১ মে এর আগে অনুশীলনে যোগ দেয়া হচ্ছে না। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ৩ ম্যাচের ওয়ানডে সিরিজ ২৩ মে।
এ অবস্থায় কোয়ারেন্টাইন শিথিল করতে লড়ে যাচ্ছে বিসিবি। বিসিবির প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন এরইমধ্যে জানিয়েছেন, ‘একটা ইভেন্টে যারা অংশ নেয় তাদের আর সাধারণ জনগণের প্রোটোকল এক হওয়ার কথা না। এখানে আমাদের একটা জটিলতা হচ্ছে। আশা করি খুব শিগগিরই আমরা সেটা সমাধান করতে পারব।’
আগামী ২৩ মে মিরপুরে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের প্রথম ম্যাচ। দ্বিতীয় ও শেষ ওয়ানডে ২৫ ও ২৮ মে। এরপরই দেশে ফিরে যাবে লঙ্কান দল। ওয়ানডে সিরিজের জন্য বাংলাদেশের চূড়ান্ত দল ঘোষণা করা হবে রোজার ঈদের পর।
বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজ সূচি-
২৩ মে- প্রথম ওয়ানডে – মিরপুর (ডে-নাইট)
২৫ মে- দ্বিতীয় ওয়ানডে- মিরপুর (ডে-নাইট)
২৮ মে- তৃতীয় ওয়ানডে- মিরপুর (ডে-নাইট)
# ম্যাচ তিনটি হবে মিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে
Discussion about this post