ক্রিকবিডি২৪.কম ডেস্ক
সন্দেহ নেই সর্বকালের সেরা টেনিস তারকাদের তালিকা করতে গেলে তার নামটা রাখতেই হবে উপরের সারিতে। সাফল্যে নিজেকে নিয়ে গেছেন শীর্ষে। সেই রাফায়েল নাদালের সাফল্যের মুকুটে যুক্ত হলো আরেকটি পালক। ক্যারিয়ারে দ্বিতীয়বারের মতো ক্রীড়া জগতের অস্কার খ্যাত ‘লরিয়াস ওয়ার্ল্ড স্পোর্টস’ অ্যাওয়ার্ড পেলেন এই টেনিস কিংবদন্তি।
বৃহস্পতিবার স্পেনের সেভিয়ায় ভার্চুয়ালি অনুষ্ঠানে ঘোষণা করা হয় নাদালের নাম। কোর্টের সাফল্যই তাকে এনে দিয়েছে এই সম্মান। গত বছর ফ্রেঞ্চ ওপেন জিতে সবচেয়ে বেশি গ্র্যান্ড স্লাম জয়ী রজার ফেদেরারের পাশে এখন তিনি। যা কীনা এই স্প্যানিশ তারকার ক্যারিয়ারের ২০তম গ্র্যান্ডস্ল্যাম একক। তার পথ ধরে জিতলেন লরিয়াস অ্যাওয়ার্ড।
পুরুষ বিভাগে নাদাল প্রথম লরিয়াস স্পোর্টস অ্যাওয়ার্ড পেয়েছিলেন সেই ২০১১ সালে। ২০ বছর পর ফের এই সম্মান পেলেন তিনি। ক্রীড়াঙ্গনের এই সম্মানজনক পুরস্কার সবচেয়ে বেশি পাঁচবার পেয়েছেন রজার ফেদেরার। নারী বিভাগে সবচেয়ে বেশিবার জিতেছেন টেনিস তারকা সেরেনা উইলিয়ামস।
নারী বিভাগে লরিয়াস বর্ষসেরা হলেন টেনিস তারকা নাওমি ওসাকা। বর্ষসেরা দল হয়েছে এক বছরে ছয়টি শিরোপা জয়ী জার্মান ফুটবল ক্লাব বায়ার্ন মিউনিখ। তারা গেল মৌসুমে জেতে বুন্দেসলিগা, জার্মান কাপ, জার্মান সুপার কাপ, চ্যাম্পিয়নস লিগ, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপ।
আজীবন সম্মাননা পেলেন যুক্তরাষ্ট্রের টেনিস কিংবদন্তি বিলি জিন কিং। স্পোর্টিং ইন্সপায়ারেশন অ্যাওয়ার্ড পেলেন লিভারপুলের ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
Discussion about this post