অবশেষে শঙ্কা কাটিয়ে দেশে ফিরলেন সাকিব আল হাসান-মুস্তাফিজুর রহমান। বৃহস্পতিবারই ঢাকায় পা রাখলেন আইপিএল খেলতে যাওয়া এই দুই তারকা ক্রিকেটার। ভারতের এই ফ্রাঞ্চাইজি ক্রিকেট স্থগিতের পর দুশ্চিন্তায় ছিলেন দু’জন। কারণ ভারতের সঙ্গে বাংলাদেশের সীমান্ত বন্ধ। এ অবস্থায় করোনা পরিস্থিতির কারণে ঢাকায় পা দিয়েই ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন করতে হবে তাদের।
জানা গেছে, পাঁচ তারকা হোটেল সোনারগাওয়ে কোয়ারেন্টাইন করবেন সাকিব-মুস্তাফিজ। বিসিবির লজিস্টিক সাপোর্টের কর্মকর্তা ওয়াসিম খান বলেন, ‘আহমেদাবাদ থেকে দুজনই ধরবেন ঢাকার ফ্লাইট ধরবেন। একটি চার্টার্ড ফ্লাইটে তারা বিকেল নাগাদ ঢাকায় আসার কথা। বিমানবন্দর থেকে তারা সরাসরি সোনারগাঁও হোটেলে চলে যাবেন। সেখানেই কোয়ারেন্টাইনের ব্যবস্থা করা হয়েছে তাদের।’
মুস্তাফিজ ও তার স্ত্রী কোয়ারেন্টাইন করছেন রাজধানীর পাঁচ তারকা হোটেল সোনারগাঁওয়ে। সাকিব কোয়ারেন্টাইনে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে।
সাকিব-মুস্তাফিজের খরচের কিছু অংশ বহন করছে দুজনের ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। তাদের কোয়ারেন্টাইন শিথিলের অনুরোধ করে স্বাস্থ্য মন্ত্রণালয়কে চিঠি দিয়েছিল বিসিবি। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর ছাড় দেয়নি। ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ করতে হবে এই দুই তারকার।
এদিকে আইপিএল স্থগিতের পর দ্রুততম সময়ের মধ্যে ভারত ছেড়ে যাচ্ছেন টুর্নামেন্টে অংশ নেয়া বিদেশি ক্রিকেটাররা। এরই মধ্যে ইংল্যান্ডে ফিরে গেছেন সে দেশের ৮ ক্রিকেটার। ভারত থেকে সরাসরিই ইংল্যান্ডে চলে গেছেন ৮ ক্রিকেটার। তারা হলেন- জস বাটলার, মঈন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, জনি বেয়ারস্টো, জেসন রয় ও স্যাম বিলিংস।
আইপিএলে ১৪ জন খেলোয়াড় ছাড়াও অস্ট্রেলিয়ার প্রায় ৪০ জন ছিলেন। তাদের জন্য সরাসরি ভারত থেকে অস্ট্রেলিয়া যাওয়ার সুযোগ নেই। এ অবস্থায় মালদ্বীপ বা শ্রীলঙ্কা গিয়ে- সেখান থেকে বিশেষ ভাড়া করা বিমানে দেশে ফিরবেন ৪০ জনের এই বিশাল বহর। নিউজিল্যান্ডের খেলোয়াড় ও কোচসহ ১৭ জনের দল ভাগ হবে দুই ভাগে। এক দল চলে যাবে ইংল্যান্ডে। সেখানেই বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল ম্যাচ। দক্ষিণ আফ্রিকা থেকে আইপিএলে অংশ নেয়া ১৩ জন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফের বেশিরভাগই ফিরে গেছেন বাড়িতে।
Discussion about this post