এমন প্রশ্নের মুখে দাঁড়িয়ে উত্তর দিতে গিয়ে ভাবতেই হবে। কারণ ২ ম্যাচের টেস্ট সিরিজটাকে যে নিজের বানিয়ে ফেললেন শ্রীলঙ্কান অধিনায়ক। তার ব্যাটে রান ফোয়ারা চলছেই। বাংলাদেশের বোলারদের পাত্তাই দিচ্ছেন না তিনি। তার পথ ধরেই নিজেকে নিয়ে গেছেন অনন্য উচ্চতায়।
ক্যান্ডির পালেকেল্লে স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টের দুই ইনিংসে ডাবল সেঞ্চুরি। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৮ ও ২য় ইনিংস ৬৬ রানে আউট। করুণারত্নেকে সামাল দেওয়া কঠিন হয়ে গেছে তাসকিন আহমেদ ও তাইজুল ইসলামদের।
পরিসংখ্যানর জানাচ্ছে চলতি সিরিজে ৩ ইনিংস খেলে অধিনায়ক করুনারত্নের সংগ্রহ ৪২৮ রান। বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে এক সিরিজে সবচেয়ে বেশি রানের রেকর্ড এটি। সবমিলিয়ে শ্রীলঙ্কান অধিনায়ক ক্যারিয়ারে প্রথমবারের মতো কোনো সিরিজে ৪০০ রানের বেশি করেছেন।
প্রথম টেস্টে একটাই নিংস খেলার সুযোগ মিলেছে। যেখানে করেন ২৪৪ রান। এটিই বাংলাদেশের বিপক্ষে অধিনায়ক হিসেবে সর্বোচ্চ ইনিংসের রেকর্ড। দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে ১১৮ রান। শনিবার চতুর্থ দিনে ৬৬ রানে আউট। তিন ইনিংসে ১৪২.৬৬ গড়ে ৪২৮।
ইতিহাস জানাচ্ছে অধিনায়ক হিসেবে বাংলাদেশের বিপক্ষে এক সিরিজের সর্বোচ্চ রানের আগের রেকর্ড অ্যালেস্টার কুকের দখলে ছিল। ২০১০ সালে বাংলাদেশ সফরে দলকে নেতৃত্ব দেন কুক। চার ইনিংসে করেন ১১৪ গড়ে ৩৪২ রান। তিনি টেক্কা মারেন মাহেলা জয়াবর্ধনেকে। ২০০৭ সালে শ্রীলঙ্কায় ৩ ইনিংসে লঙ্কান ক্যাপ্টেন করেন ৩৪১ রান।
এবার করুণারত্মের দাপটে কোণঠাসা বাংলাদেশ। সামনে চারশ ছাড়ানো বড় লক্ষ্য। এখন টাইগারদের দারুণ ইনিংসই হয়তো হার বাঁচিয়ে দিতে পারে।
Discussion about this post