ক্যান্ডির পালেকেল্লের উইকেট এবার রহস্যময় আচরণ করছে। দ্বিতীয় টেস্টের প্রথম দুই দিন ছিল ব্যাটসম্যানদের রাজত্ব। টসে জিতে সেই সুযোগটাই কাজে লাগিয়েছে শ্রীলঙ্কা। কিন্তু শনিবার তৃতীয় দিন দৃশ্যপট ভিন্ন! ১৩ উইকেট পড়েছে এই দিনে। স্পিনাররা নিয়েছেন ১০ উইকেট।
তারপরও দিন শেষে ড্রাইভিং সিটে শ্রীলঙ্কা। ২৪২ রানে এগিয়ে থেকে দ্বিতীয় ইনিংস খেলতে নামে স্বাগতিকরা। বাংলাদেশকে ফলোঅনে ব্যাটিং করতে পাঠায়নি তারা। কিন্তু এরপরই শেষ বিকালে শ্রীলঙ্কার ব্যাটিং লাইনে বাংলাদেশ আঘাত। ১৫ রানের মধ্যে ২ উইকেট নেই তাদের। দিনশেষে তাদের স্কোর ২ উইকেটে ১৭ রান। ২৫৯ রানের লিড নিয়ে চতুর্থ দিন মাঠে নামবে শ্রীলঙ্কা।
এর আগে প্রাভিন জয়াবিক্রমা বেশ যন্ত্রণা দিলেন। তার স্পিনেই সর্বনাশ বাংলাদেশের। পাল্লেকেলেতে দ্বিতীয় টেস্টের তৃতীয় দিনে বাংলাদেশের প্রথম ইনিংস শেষ হয়ে যায় ২৫১ রানেই। ২৪২ রানে এগিয়ে থাকা শ্রীলঙ্কা ফলো-অন না করিয়ে লিড বাড়িয়ে নিতে নেমে পড়ে।
অথচ এদিন উদ্বোধনী জুটিতে বাংলাদেশ পায় ৯৮ রান। তামিম ইকবাল ও সাইফ হাসান যে ভিত গড়ে দিয়েছিলেন, তার ওপর দাঁড়িয়ে কিছুই করা হয়নি। এক পর্যায়ে রান ছিল ৩ উইকেটে ২১৪। সেখান থেকে ৩৭ রানের মধ্যে টাইগাররা হারায় শেষ ৭ উইকেট। তাসের ঘড়ের মতো ভাঙল সবকিছু।
ম্যাচটাও বুঝি হাত ছাড়া হয়ে গেল। সিরিজের ১ম টেস্ট ড্রয়ের পর এখানে জিততে চেয়েছিল দল। কিন্তু পিছিয়ে পড়লেন মুমিনুল হকরা। উইকেটে যেভাবে টার্ন ও বাউন্স পাচ্ছেন স্পিনার, মনে হচ্ছে চতুর্থ দিনেই হার দেখতে পারে টাইগাররা।
সংক্ষিপ্ত স্কোর-
শ্রীলঙ্কা ১ম ইনিংস: ১৫৯.২ ওভারে ৪৯৩/৭ (ডি.) (আগের দিন ৪৬৯/৬) (ডিকভেলা ৭৭*, মেন্ডিস ৩৩, আবু জায়েদ ২২-৪-৬৯-০, তাসকিন ৩৪.২-৭-১২৭-৪, মিরাজ ৩৬-৭-১১৮-১, শরিফুল ২৯-৬-৯১-১, তাইজুল ৩৮-৭-৮৩-১)।
বাংলাদেশ ১ম ইনিংস: ৮৩ ওভারে ২৫১ (তামিম ৯২, সাইফ ২৫, শান্ত ০, মুমিনুল ৪৯, মুশফিক ৪০, লিটন ৮, মিরাজ ১৬, তাইজুল ৯, তাসকিন ০, শরিফুল ০, আবু জায়েদ ০*; লাকমল ১০-০-৩০-২, বিশ্ব ৭-১-১৯-০, ম্যাথিউস ২-০-৭-০, মেন্ডিস ৩১-৭-৮৬-২, জয়াবিক্রমা ৩২-৭-৯২-৬, ধনাঞ্জয়া ১ -০-৬-০)।
শ্রীলঙ্কা ২য় ইনিংস : ৭ ওভারে ১৭/২ (থিরিমান্নে ২, করুনারত্নে ১৩*, ওশাদা ১, ম্যাথিউস ১*; মিরাজ ৪-২-৭-১, শরিফুল ১-০-৮-০, তাইজুল ২-১-২-১)।
# তৃতীয় দিন শেষে
Discussion about this post