বৃহস্পতিবার মাঠে গড়াবে সিরিজের দ্বিতীয় টেস্ট। তার আগের দিন ঘোষণা করা হলো বাংলাদেশ দল। প্রথম টেস্টের ১৫ জনের দল থেকে দ্বিতীয় টেস্টে কোনো পরিবর্তন আনেনি টিম ম্যানেজম্যান্ট।
যেমনটা গুঞ্জন ছিল তেমনটা হয়নি। বাংলাদেশ বাড়তি কোনো স্পিনার নেয়নি দলে। অফ স্পিনার নাঈম হাসান ও অফ স্পিনিং অলরাউন্ডার শুভাগত হোম চৌধুরী দলের সঙ্গে থাকলেও স্কোয়াডে জায়গা পেলেন না। ১৫ সদস্যের স্কোয়াডে পেসার আগের মতোই চারজন। প্রথম টেস্টে খেলেছিলেন তাসকিন আহমেদ, আবু জায়েদ চৌধুরি ও ইবাদত হোসেন চৌধুরি। ডানহাতি তিন পেসারের কোনো একজনের বদলে বাঁহাতি শরিফুল ইসলামকে খেলানো হতে পারে।
পাল্লেকেলেতে সিরিজের প্রথম টেস্ট ড্র হয়েছিল। রান পেয়েছিলেন ব্যাটসম্যানরা। এবার ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গে সাইফ হাসানকে আরেকটি সুযোগ দেওয়া হতে পারে। যদিও সাইফ ব্যর্থ দুই ইনিংসেই। বিকল্প ওপেনার হিসেবে দলে আছেন সাদমান ইসলাম।
আগামী ২৯ এপ্রিল ক্যান্ডির পাল্লেকেলে স্টেডিয়ামে শুরু শ্রীলঙ্কা ও বাংলাদেশের মধ্যকার দ্বিতীয় ও শেষ টেস্ট। বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় শুরু হবে দিনের খেলা।
দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: মুমিনুল হক (অধিনায়ক), লিটন কুমার দাস, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহিম, তামিম ইকবাল, সাদমান ইসলাম, আবু জায়েদ চৌধুরি, তাইজুল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন চৌধুরি, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরি, শরিফুল ইসলাম।
Discussion about this post