ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
করোনাভাইরাসের সংক্রমণ কিছুতেই কমছে না। দ্বিতীয় ঢেউ সামাল দিচ্ছে উপমহাদেশ। এরমধ্যে বাংলাদেশেও চলছে কঠোর নিষেধাজ্ঞা। কোভিডের কারণেই থমকে আছে দেশের ঘরোয়া ক্রিকেট। বন্ধ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ। এ অবস্থায় ফের এই লিগ শুরুর কথা আগামী ৬ মে থেকে। কিন্তু এ অবস্থায় নির্ধারিত সময়ে কোনভাবেই লিগ মাঠে গড়ানোর সম্ভাবনা দেখছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।
রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে শনিবার সস্ত্রীক করোনা প্রতিরোধী টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন পাপন। টিকা নেওয়া শেষে গণমাধ্যমের মুখোমুখি হয়ে পাপন বলেন, ‘এখন যে পরিস্থিতি আছে তাতে প্রিমিয়ার লিগ শুরু করা কঠিন। এমন পরিস্থিতি আমি ব্যক্রিগতভাবে মনে করি কোনোভাবেই খেলা মাঠে নামানো উচিত হবে না। যতোক্ষণ জৈব সুরক্ষা বলয় নিশ্চিত করতে না পারবো, ততোক্ষণ পর্যন্ত খেলার কোন প্রশ্নই ওঠে না, সেটি একটা টিম হোক বা দশটা টিম হোক।’
২০২০ সালের ১৫ মার্চ করোনাভাইরাস সংক্রমণের মধ্যেই শুরু হয়ে ঢাকা লিগ। কিন্তু দ্বিতীয় রাউন্ড শেষেই তা স্থগিত হয়ে যায়। ২০২০ সালের ১৯ মার্চ বন্ধ হয়ে যায় দেশের ক্রিকেট। তারপর দেশে ক্রিকেট ফিরলেও আলোর মুখ দেখেনি সম্মানজনক এই লিগ।
গত ১৪ মার্চ সিসিডিএম থেকে জানায়- আগামী ৬ মে থেকে শুরু হবে স্থগিত থাকা প্রিমিয়ার লিগ। এবার ওয়ানডের পরিবর্তে এই টুর্নামেন্ট হওয়ার কথা ছিল টি-টোয়েন্টি ফরম্যাটে। এ অবস্থায় পাপন, ‘বিসিবি চেষ্টা করে যাচ্ছে। যদি ওরা আমাকে কনভেন্স করতে পারে যে না সুরক্ষা বলয়ে নিশ্চিত করে খেলাটা চালিয়ে যেতে পারবে, তাহলে আমরা খেলব। তবে আমার কাছে মনে হচ্ছে সম্ভাবনা খুবই ক্ষীণ।’
এর অর্থ করোনায় সত্যিই অনিশ্চিত করে দিল ঢাকা লিগের ভাগ্য!
Discussion about this post