ক্রিকবিডি২৪.কম রিপোর্ট
অনেক স্বপ্ন নিয়ে এবারের ইন্ডিয়িান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলতে গেছেন তিনি। সামলোচনাও সঙ্গী হয়েছিল সাকিব আল হাসানের। কেননা, দেশের হয়ে টেস্ট খেলা বাদ দিয়ে তিনি উড়ে গেছেন ভারতে। শ্রীলঙ্কায় দলের সঙ্গে না থেকে তিনি আছেন কলকাতা নাইট রাইডার্সের মিশনে। তবে এবার তেমন জমাতে পারছেন না। প্রথম তিন ম্যাচেই ফ্লপ।
এমন পারফরম্যান্স যে সাকিবের নামের পাশে একেবারেই বেমানান। এ কারণে একাদশে জায়গাও হারাতে যাচ্ছেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। চলুন দেখে নেই কেমন তার পারফরম্যান্স। ৩ ম্যাচে ব্যাটিংয়ে করেছেন মাত্র ৩৮ রান। বোলিংয়ে ৮১ রান দিয়ে মাত্র ২ উইকেট। হতাশাই সঙ্গী বাংলাদেশের এই তারকার।
অথচ তাকে নিয়ে কী উচ্ছ্বাসাই না ছিল কলকাতার। এবার ৩ কোটি ২০ লাখ রুপিতে দলে নিয়েছে শাহরুখ খানের দল। তিন মৌসুম পর সাকিবকে পেয়ে কলকাতা টুইটারে লিখেছিল, ‘আমাদের ময়না ঘরে ফিরে আসছে।’ কারণটাও সংগত। ২০১২ এবং ২০১৪ সালে কলকাতার শিরোপা জয়ী দলের সদস্য সাকিব।
কিন্তু এবার চেনা যাচ্ছে না তাকে। এ কারণেই বলা হচ্ছে সাকিবের জায়গায় খেলবেন ওয়েস্ট ইন্ডিজের সুনীল নারিন। তাকে সুযোগ দেওয়ার জোর দাবি উঠেছে।
এরমধ্যে এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচে ব্যাটিংয়ে নামেন শেষদিকে। ৫ বলে করেন ৩ রান।প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ৪ ওভারে ৩৪ রান খরচায় ১ উইকেট নেন সাকিব। এরপর দ্বিতীয় ম্যাচে সাকিব বল হাতে সফল। মুম্বাই ইন্ডিয়ানসের ৪ ওভারে ২৩ রানে দিয়ে নেন ১ উইকেট।
ব্যাট হাতে কিছু রান তুলে হতে পারতেন জয়ের নায়ক। দলের যখন চাই ২৯ বলে ৩১। তখন ভুল করে বসেন। ক্রনাল পান্ডিয়ার বল হাওয়ায় ভাসিয়ে সাকিব আউট। তুলেন ৯ বলে ৯। তার বিদায়েই সর্বনাশ হয় দলের।
নিজের তৃতীয় ম্যাচে রয়াল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে বল হাতে হতাশ করেন। ২ ওভারে সাকিব দেন ২৪ রান। খরুচে বোলিং করে এরপর আর সুযোগ পাননি। ব্যাট হাতেও করেন হতাশ। ২৫ বলে ২৬ রান। ধীরগতির ইনিংসে সর্বনাশ দলের।
তাইতো বলা হচ্ছে সাকিবের পরিবর্তে নারিনকে খেলানো হোক। কে জানে নারিন সুযোগ পেয়ে সফল হলে হয়তো মাঠের বাইরে থাকা দীর্ঘ হতে পারে সাকিবের!
Discussion about this post